সেই খবর সামনে আসতেই কার্যত হইচই পড়ে যায়। ওই নেতার অভিযোগ, দল ভুল পথে চলছে। তাঁকে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য কোনও টিকিট দেওয়া হয়নি। হাইটেনশন টাওয়ারের উপর বসেই আত্মহত্যার হুমকি দিতে থাকেন হাসিব। দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের সামনে একটি হাই টেনশন টাওয়ারে উপরে উঠে যান তিনি।
দিল্লির পুর নির্বাচনে আপের তরফ প্রথমে ১৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহিলার সংখ্যা প্রায় ৭০ জন। প্রাক্তন আপ বিধায়ক বিজেন্দ্রর গর্গকেও পুর নির্বাচনে লড়াই করার জন্য টিকিট দিয়েছে দল। দ্বিতীয় দফায় আপ ১১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
advertisement
আরও পড়ুন, একদিকে মমতা, অন্যদিকে শুভেন্দু-সুকান্ত! ১৫ তারিখ বাংলায় 'মহারণ'
তবে দলের প্রাক্তন কাউন্সিলর হাসিব-উল-হাসানের কাণ্ডে যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে আপ শিবির। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল। হাইটেনশন টাওয়ারে বসেই হাসিব জানান, আপের নেতারা তাঁকে ঠকিয়েছেন। পূর্ব দিল্লির গান্ধী নগর এলাকায় কাউন্সিলর ছিলেন তিনি। তাঁর দাবি, দলের তরফ থেকে কাগজ জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তারপরেও টিকিট দেওয়া হয়নি তাঁকে।
আরও পড়ুন, বিরল মাছ বিরাট চাহিদা! দিঘায় এই মাছ দেখে হতবাক সকলে
তবে এবারই প্রথম নয়। এর কাণ্ডে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন প্রাক্তন আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান। চলতি বছরের মার্চ মাসে একটি নর্দমায় নামতে দেখা গিয়েছিল তাঁকে। পরে সেখান থেকে উঠে দুধে স্নান করেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।