আইএমডি-র তরফে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে আগামী দু’দিন বাড়বে শীত ৷ ২১ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে ৷ এরপর আগামী ৩ দিন বাড়বে তাপমাত্রা ৷
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থানে আগামী ৫দিন পর্যন্ত ঘন কুয়াশা থাকবে এবং বাড়তে পারে ঠান্ডা ৷ শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি হতে পারে আগামী দু-তিন দিনের পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। বিহারেও শীতল দিনের পরিস্থিতি হতে পারে। লাদাখে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ জম্মু-কাশ্মীরেও ঠান্ডা বেড়ে গিয়েছে ৷ এক সপ্তাহ পর ঠান্ডা কিছুটা হলেও কমবে ৷
দিল্লিতে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে ঠান্ডা ৷ ২২ থেকে ২৪ জানুয়ারি ঠান্ডার প্রকোপ কিছুটা কমলেও ২৬ জানুয়ারির পর ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ৷
