রাশিয়ায় তৈরি এমআই-৫ হেলিকপ্টার ব্যবহৃত হয় বাহিনী, অস্ত্র পরিবহণ, আগুন নেভানো, নজরদারি এবং উদ্ধার অভিযানে৷ এমআই-১৭ভি ফাইভ (MI-17V5 Helicopter) মডেলের এই কপ্টার এমআই-৫-এরই একটি ভার্সন৷ যা যাত্রী পরিবহণেও ব্যবহার করা হয়৷ এই হেলিকপ্টারকে সামরিক ক্ষেত্রে পরিবহণের জন্য বিশ্বের অন্যতম অত্যাধুনিক হেলিকপ্টার হিসেবেই গণ্য করা হয়৷
আরও পড়ুন: সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার
advertisement
আশিটি এমআই-১৭ভি ফাইভ কপ্টার সরবরাহের জন্য ২০০৮ সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয় রাশিয়ান সংস্থা রোজোবোরোনএক্সপোর্টের৷ ২০১৩ সালের মধ্যে এই হেলিকপ্টারগুলি ভারতের হাতে তুলে দেওয়া হয়৷ এর পর আরও ৭১টি এমআই-১৭ভি ফাইভ কপ্টারের জন্য ফের নতুন করে চুক্তি হয়৷
এমআই-১৭ভি ফাইভ মিডিয়াম লিফটার এই হেলিকপ্টার মরুভূমি সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতিতে উড়তে সক্ষম৷ সামুদ্রিক দুর্যোগের মধ্যেও তার উপর দিয়ে উড়ে যেতে পারে এমআই-১৭ভি ফাইভ৷ যাত্রীদের নিরাপত্তায় এই হেলিকপ্টারে স্লাইডিং দরজা, প্যারাশ্যুট সরঞ্জাম, সার্চলাইট এবং এমার্জেন্সি ফ্লোটেশন সিস্টেম রয়েছে৷
এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার সর্বাধিক ১৩ হাজার কেজি ওজন পরিবহণে সক্ষম৷ একসঙ্গে ৩৬ জন সশস্ত্র সেনা এই চপারে যাত্রা করতে পারেন৷ এই অত্যাধুনিক চপারে গ্লাস ককপিট রয়েছে, যার মধ্যে মাল্টি ফাংশন ডিসপ্ল, নাইট ভিশন ইক্যুইপমেন্ট, ওড়ার সময় আবহাওয়ার পরিস্থিতি জানানোর জন্য রাডার এবং অটো পাইলট সিস্টেম রয়েছে৷
এ ছাড়াও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এই হেলিকপ্টারে শত্রুপক্ষের উপরে হামলা চালাতে শুতার্ম-৫ মিসাইল, এস-এইট রকেট, একটি তেইশ এমএম মেশিন গান, পিকেটি মেশিন গান এবং একেএম সাবমেরিন মেশিন গানও থাকে৷ যার ফলে এই কপ্টার থেকেই শত্রুপক্ষের সেনা, সশস্ত্র যান, স্থলভূমিতে থাকা কোনও নিশানাকে সহজেই খতম বা ধ্বংস করা যায়৷
আরও পড়ুন: ভেঙে পরার পরই বায়ুসেনার কপ্টারে আগুন, তদন্তের নির্দেশ, দেখুন দুর্ঘটনাস্থলের ছবি
হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলি বিশেষ ধরনের মোড়কে ঢাকা থাকে৷ বিস্ফোরণ থেকে রক্ষা করার জন্য এমআই-১৭ভি ফাইভ কপ্টারের জ্বালানির ট্যাঙ্ক পলিউরেথেনের আস্তরণ থাকে৷ একই ভাবে হেলিকপ্টারের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতেও বিশেষ ইনফ্রারেড সাপ্রেসরের ব্যবহার করা হয়৷ হেলিকপ্টারে রয়েছে জ্যামারও৷
এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার ঘণ্টায় সর্বোচ্চ আইশো কিলোমিটার গতিতে উড়তে পারে৷ একটানা ৫৮০ কিলোমিটার উড়তে সক্ষম এই কপ্টার৷ ৬০০০ ফুট উচ্চতায় উড়তে পারে এই রাশিয়ায় তৈরি এমআই-১৭ভি ফাইভ৷ এমন অত্যাধুনিক এবং বিশ্বস্ত হেলিকপ্টার কীভাবে ভেঙে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এবং বিশেষজ্ঞরাও৷