সব পেশায় অবশ্য ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ নেই। বিশেষ করে যাঁরা ফিল্ড ওয়ার্ক করেন। তবে করোনা মহামারীতে অনেক সংস্থাই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার সুবিধা দিয়েছে। বেশ কিছু সংস্থায় এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে। তবে এখনও পর্যন্ত সেইসব সংস্থার বেশিরভাগ কর্মীদের বেতনে কোপ দেয়নি। তবে এবার ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের কম বেতনে কাজ করতে হতে পারে।
advertisement
আরও পড়ুন- দু'বার নয়, তিন বার টিকা নিয়েছিলেন তিনি! ভারতে ফিরে চরম বিপদে পড়লেন মুম্বইবাসী
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের বেতন কমানোর এক্তিয়ার সংস্থাগুলিকে দিতে পারে শ্রমমন্ত্রক। ওয়ার্ক ফ্রম হোম-এ থাকার জেরে অনেক কর্মীর অফিস যাতায়াতের খরচ বেচে গিয়েছে। এছাড়া অনেকেই বড় শহর থেকে নিজেদের বাড়িতে ফিরে কাজ করতে পারছেন। সেক্ষেত্রে বড় শহর বাড়ি ভাড়া নিয়ে থাকার খরচও কমেছে। আর সেই জন্যই শ্রমমন্ত্রক কর্মীদের মাইনে কমানোর কথা ভাবতে শুরু করেছে।
বেসরকারি সংস্থার বেতন কাঠামোয় এইআরএ অর্থাত্ হোম রেন্ট অ্যালোয়েন্স এক্ষেত্রে কমানো হতে পারে। কারণ, এখন অনেক কর্মীকেই মেট্রো সিটিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে না। তাঁরা নিজের গ্রাম বা মফস্বলে এসে বাড়িতে বসে কাজ করার সুবিধা পাচ্ছেন। তবে সেক্ষেত্রে ইন্টারনেট ও বিদ্যুত বিল বাড়ছে। তাই সংস্থাগুলি রিইমবার্সমেন্ট ক্লেম অ্যামাউন্ট কিছুটা বাড়িয়ে দেওয়ার কথাও ভাবছে।
আরও পড়ুন- যোগীরাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে! আজ ৩৬ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির
এখন প্রশ্ন হচ্ছে, কাদের বেতন কমতে পারে! যে সমস্ত কর্মীরা মেট্রো সিটিতেই থাকেন তাঁদের বেতনে হয়তো কোপ নাও পড়তে পারে। এক্ষেত্রে যে সব কর্মীরা শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁদের এইআরএ কমতে পারে বলে সেই রিপোর্টে বলা হয়েছে।
