কেরলের কোচির একটি বেসরকারি মার্কেটিং সংস্থার বিরুদ্ধে উঠেছে এই চরম অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহারের অভিযোগ। টিভি চ্যানেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, একজন কর্মীকে কুকুরের মতো গলায় দড়ি বেঁধে হাঁটু গেড়ে মেঝেতে হাঁটতে বাধ্য করা হচ্ছে।
প্রতিশোধ নিল সাপ? ১০৩ বার ছোবল! ‘এই যন্ত্রণা যেন আর কারও জীবনে না আসে…’ মৃত্যুর ছায়ায় ঢাকা এই পরিবার
advertisement
অভিযোগ, যারা নির্ধারিত টার্গেট পূরণ করতে পারতেন না, তাঁদেরই এইভাবে লাঞ্ছনা ও নিগ্রহের শিকার হতে হত। এমনকি, তাঁদের মেঝেতে ছড়িয়ে থাকা কয়েন চাটাত সংস্থার ম্যানেজমেন্ট। বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেরল সরকার ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
কেরলের শ্রমমন্ত্রী ভি. শিবনকুট্টি এই ঘটনাকে ‘বেদনাদায়ক ও ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের কাজ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জেলার শ্রম দফতরের আধিকারিককে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হেঁটে চটজলদি ‘ফল’ চান? ‘৫-৪-৫’ ফর্মুলা বদলে দেবে আপনার শরীর-মন! বেশি নয়, এই ভাবে ‘স্মার্টলি’ হাঁটুন!
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সংস্থার মূল কার্যালয় কোচির কালুরে, কিন্তু ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী পেরুম্বাভুরে। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই খবর। সংস্থার মালিকও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পেরুম্বাভুরের কোনও সংস্থা, যারা কালুরের এই সংস্থার পণ্য বাজারজাত করছিল, তাদের অফিসে এই ঘটনা ঘটতে পারে।
তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে কেরল রাজ্য মানবাধিকার কমিশন একটি মামলা রুজু করেছে। হাই কোর্টের আইনজীবী কুলাথুর জয়সিংহের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কেরল রাজ্য যুব কমিশনও হস্তক্ষেপ করেছে। তারা জেলার পুলিশ প্রধানকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।