প্রতিশোধ নিল সাপ? ১০৩ বার ছোবল! 'এই যন্ত্রণা যেন আর কারও জীবনে না আসে...' মৃত্যুর ছায়ায় ঢাকা এই পরিবার
- Published by:Tias Banerjee
Last Updated:
সিনেমার গল্প বলে মনে হতে পারে। কিন্তু না, এ এক রক্তমাংসের মানুষ, যার জীবনে এক অদ্ভুত, অমানবিক অভিশাপ নেমে এসেছে—সাপের কামড়। তাও একবার-দুবার নয়, ১০৩ বার!
advertisement
advertisement
advertisement
খন তিনি ঋণে জর্জরিত, সুদও শোধ করতে পারছেন না। ঘরে এক কাপ চা বানানোর সামর্থ্যটুকুও নেই। তাঁর স্ত্রী বলছেন— “বিয়ের আগে জানতাম না এমন কিছু হবে। বিয়ের পর বুঝলাম, ওকে একা ছেড়ে রাখা যায় না। রান্না করতে গিয়েও ভয়, বাইরে গেলে তো কথাই নেই। একবার তো বিয়েবাড়িতেও কামড়েছিল! যত তন্ত্র-মন্ত্র, ওঝা-ডাক্তার—সবই করেছি। কিছুতেই রেহাই নেই।”
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামে সুব্রহ্মণ্যমের এই জীবনের গল্প যেন অবিশ্বাস্য কোনও উপাখ্যান। শতবার সাপের কামড়ের বিরুদ্ধে লড়াই, সর্বস্ব হারিয়ে পরিবারকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা—সব মিলিয়ে এটি শুধুই একজন মানুষের নয়, এক অসহায় পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রশাসনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত এই পরিবার আজ একটাই আবেদন জানাচ্ছে—‘এই যন্ত্রণা যেন আর কারও জীবনে না আসে।’