শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছে গোটা দেশ! নিজের প্রেমিকাকেই খুন করে ৩৫ টুকরো করে কেটেছে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর জেলে নিতান্তই 'বিন্দাস' রয়েছে আফতাব! যে-সমস্ত পুলিশ আধিকারিকরা জেরা করেছেন, তাঁরাও রীতিমত হতবাক আফতাবের আচরণ দেখে! এরকম ঘৃণ্য-হিংস্র-নৃশংস অপরাধের পরও বিন্দুমাত্র অনুতাপ নেই আফতাবের। রীতিমত আত্মবিশ্বাসে ডগমগ করছে! রাতে দিব্য লক-আপে ঘুমাচ্ছে, খাচ্ছে! হিন্দিতে প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছে ইংরেজিতে।
advertisement
নৃশংসতার সমস্ত সীমা-পরিসীমা ছাড়িয়ে গিয়েছে 'দিল্লির ডেক্সটার' আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশি জেরায় খুনি জানায়, শ্রদ্ধার দেহ টুকরো-টুকরো করে কাটার পর কাটা মাথার মুখ পুড়িয়ে দিয়েছিল যাতে কখনও কাটা মুন্ডুটা খুঁজে পাওয়া গেলেও, শ্রদ্ধাকে চেনা না যায়! তার প্ল্যানিং ছিল, যদি পরবর্তীতে কখনও শ্রদ্ধার কাটা মুন্ডু উদ্ধার হয়, যাতে কেউ বুঝতে না পারে সেটি শ্রদ্ধার-ই মাথা।
আফতাব ছিলেন শ্রদ্ধার লিভ-ইন পার্টনার। তাঁর মর্মান্তিক পরিণতিকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন মন্ত্রী। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন৷ তার কী পরিণতি হল, সেটাও উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, আফতাব-শ্রদ্ধার এই ঘটনা থেকেই মেয়েদের শিক্ষা নেওয়া উচিত৷ তাঁর কথায় লিভ-ইন সম্পর্কেও জড়ানো উচিত নয়।
আরও পড়ুন: কে গুরুপদ মাঝি? শুক্রবার 'বোমা' ফাটানোর প্রতিশ্রুতি শুভেন্দুর! তোলপাড় বাংলা
আরও পড়ুন: মোজার মধ্যে এ কী নিয়ে যাচ্ছিলেন যাত্রী! কলকাতা এয়ারপোর্টে ধরা পড়তেই চক্ষু চড়কগাছ সকলের
রোমহর্ষক এই ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশিত হয়ে পড়ছে নৃশংসতা ও পৈশাচিকতা৷ আফতাবের পৈশাচিক আচরণের পাশাপাশি পরিশীলিত ভঙ্গিও অবাক করেছে তদন্তকারীদের৷ পুবিশি জেরায় সে ইংরেজিতে উত্তর দিয়েছে৷ ইংরেজিতেই জানায় যে সে খুন করেছে প্রেমিকাকে৷ তবে সে হিন্দিও জানে৷ এখন তদন্তে পুলিশের সন্দেহ প্রতিবেশীদের সন্দেহ এড়াতে গভীর রাতে পাম্প চালাত আফতাব৷ তার পর সাফ করত রক্তের দাগ৷ এমনিতেও পাড়ার কারওর সঙ্গে সদ্ভাব ছিল না আফতাবের৷ সন্ধ্যায় সাধারণত বাড়ি ফিরত৷ বেশির ভাগ দিনই খাবার অর্ডার করত অনলাইনে৷