পূর্ব রেলের আসানসোল ডিভিশন সহ কলকাতা ও বর্ধমান ডিভিশন থেকে ছাড়ছে প্রায় পাঁচটি অসংরক্ষিত স্পেশাল ট্রেন। উৎসবের ভিড় সামলাতে, রেলওয়ে হাওড়া ও রক্সৌল, কলকাতা ও গোরক্ষপুর, কলকাতা ও মধুবনী, আসানসোল ও গোরক্ষপুর, বর্ধমান এবং ফতোয়ার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
advertisement
০৩০৪৫ হাওড়া–রক্সৌল অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১৭.১০.২০২৫ এবং ২৩.১০.২০২৫ তারিখে রাত ৯:১০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল ৪:১৫ টায় রক্সৌলে পৌঁছবে এবং ০৩০৪৬ রক্সৌল–হাওড়া অসংরক্ষিত বিশেষ ট্রেনটি রক্সৌল থেকে বিকেল ৪:৪৫ মিনিটে ছেড়ে যাবে। ১৮.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে পরের দিন রাত ১১:৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের উপর দিয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে উভয় দিকে থামবে।
০৩১৩৩ কলকাতা–গোরখপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৪.১০.২০২৫ তারিখে রাত ৯:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরেরদিন সন্ধ্যা ৬:০০ মিনিটে গোরখপুর পৌঁছবে এবং ০৩১৩৪ গোরখপুর–কলকাতা অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৫.১০.২০২৫ তারিখে রাত ৯:০০ মিনিটে গোরখপুর থেকে ছেড়ে পরের দিন বিকেল ৩:১৫ মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের উপর দিয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে উভয় দিকে থামবে।
০৩১৮৫ কলকাতা–মধুবনী অসংরক্ষিত স্পেশাল ১৮.১০.২০২৫ এবং ২৫.১০.২০২৫ তারিখে ২৩:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:০০ টায় মধুবনী পৌঁছবে এবং ০৩১৮৬ মধুবনী–কলকাতা অসংরক্ষিত স্পেশাল ১৯.১০.২০২৫ এবং ২৬.১০.২০২৫ তারিখে দুপুর ১:৩০ মিনিটে মধুবনী থেকে ছেড়ে পরেরদিন বিকেল ৫:১৫ মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে থামবে এবং উভয় দিকেই যাত্রা করবে।
আরও পড়ুনঃ শালের জঙ্গলে ঘেরা ‘এই’ জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
০৩৫২৯ আসানসোল–গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আসানসোল থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে যাবে। ২২.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে গোরক্ষপুর পৌঁছাবে এবং ০৩৫৩০ গোরক্ষপুর-আসানসোল অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ২৩.১০.২০২৫ এবং ২৫.১০.২০২৫ তারিখে দুপুর ১:৪৫ মিনিটে গোরক্ষপুর ছেড়ে যাবে এবং পরের দিন ০৩:৫০ মিনিটে আসানসোল পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনগুলিতে উভয় দিকেই থামবে।
০৩০০৩ বর্ধমান-ফতোয়া মেমু এক্সপ্রেস বিশেষ ট্রেনটি ২১.১০.২০২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত বর্ধমান থেকে রাত ১০:৪৫ মিনিটে ফতোয়া পৌঁছাবে এবং রাত ১২:৩০ মিনিটে পৌঁছাবে। একই দিনে এবং ০৩০০৪ ফতোয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস স্পেশাল ২১.১০.২০২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত রাত ৯:০০ টায় ফতোয়া থেকে ছেড়ে পরের দিন রাত ১০:৪৫ টায় বর্ধমান পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ এবং শিমুলতলা স্টেশনে উভয় দিকে থামবে।