TRENDING:

Indian Railway Diwali Special Train: দিওয়ালি, ছটপুজোয় রেলের বিরাট উপহার! ৫ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা! কোন রুটে, কোন সময়ে ছুটবে ট্রেন? জানুন

Last Updated:

Indian Railway Diwali Special Train: পূর্ব রেলের আসানসোল ডিভিশন-সহ কলকাতা ও বর্ধমান ডিভিশন থেকে ছাড়ছে প্রায় পাঁচটি অসংরক্ষিত স্পেশ্যাল ট্রেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা: দীপাবলি ও ছট পুজো উপলক্ষে বাড়তি ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। এর ফলে যাত্রীরা অনেকটা সুবিধা পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সামনে যেহেতু আলোর উৎসব দীপাবলি ও দীপাবলীর পরে হচ্ছে ছট পুজো। এই পুজো উপলক্ষে বাড়ির বাইরে যারা বিভিন্ন কর্ম ক্ষেত্রে থাকেন, আবার কেউ আত্মীয় পরিজনদের বাড়ি যান তাদের যাতায়াতের জন্য সুবিধার কথা মাথাই রেখেই রেলের এই সিদ্ধান্ত। বাস বা অন্যান্য প্রাইভেট গাড়ির ক্ষেত্রে ট্রেনে যেতে অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন।তাই ট্রেনেই অনেকে যাতায়াত করেন।
ট্রেন 
ট্রেন 
advertisement

পূর্ব রেলের আসানসোল ডিভিশন সহ কলকাতা ও বর্ধমান ডিভিশন থেকে ছাড়ছে প্রায় পাঁচটি অসংরক্ষিত স্পেশাল ট্রেন। উৎসবের ভিড় সামলাতে, রেলওয়ে হাওড়া ও রক্সৌল, কলকাতা ও গোরক্ষপুর, কলকাতা ও মধুবনী, আসানসোল ও গোরক্ষপুর, বর্ধমান এবং ফতোয়ার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

আরও পড়ুনঃ এখানে ইতিহাস কথা বলে, এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্তে চোখ যায়না, বাংলার ‘বৃহত্তম’ পুষ্করিণী কোথায় জানেন?

advertisement

০৩০৪৫ হাওড়া–রক্সৌল অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১৭.১০.২০২৫ এবং ২৩.১০.২০২৫ তারিখে রাত ৯:১০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল ৪:১৫ টায় রক্সৌলে পৌঁছবে এবং ০৩০৪৬ রক্সৌল–হাওড়া অসংরক্ষিত বিশেষ ট্রেনটি রক্সৌল থেকে বিকেল ৪:৪৫ মিনিটে ছেড়ে যাবে। ১৮.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে পরের দিন রাত ১১:৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের উপর দিয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে উভয় দিকে থামবে।

advertisement

View More

আরও পড়ুনঃ এই বাসস্ট্যান্ডের দু-পাশে ২ রাজ্য ! বাংলার শেষ বাসস্ট্যান্ড কোনটি বলুন তো? উত্তর শুনলে চমকাবেন নিশ্চিত

০৩১৩৩ কলকাতা–গোরখপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৪.১০.২০২৫ তারিখে রাত ৯:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরেরদিন সন্ধ্যা ৬:০০ মিনিটে গোরখপুর পৌঁছবে এবং ০৩১৩৪ গোরখপুর–কলকাতা অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৫.১০.২০২৫ তারিখে রাত ৯:০০ মিনিটে গোরখপুর থেকে ছেড়ে পরের দিন বিকেল ৩:১৫ মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের উপর দিয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে উভয় দিকে থামবে।

advertisement

০৩১৮৫ কলকাতা–মধুবনী অসংরক্ষিত স্পেশাল ১৮.১০.২০২৫ এবং ২৫.১০.২০২৫ তারিখে ২৩:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:০০ টায় মধুবনী পৌঁছবে এবং ০৩১৮৬ মধুবনী–কলকাতা অসংরক্ষিত স্পেশাল ১৯.১০.২০২৫ এবং ২৬.১০.২০২৫ তারিখে দুপুর ১:৩০ মিনিটে মধুবনী থেকে ছেড়ে পরেরদিন বিকেল ৫:১৫ মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে থামবে এবং উভয় দিকেই যাত্রা করবে।

advertisement

আরও পড়ুনঃ শালের জঙ্গলে ঘেরা ‘এই’ জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ

০৩৫২৯ আসানসোল–গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আসানসোল থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে যাবে। ২২.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে গোরক্ষপুর পৌঁছাবে এবং ০৩৫৩০ গোরক্ষপুর-আসানসোল অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ২৩.১০.২০২৫ এবং ২৫.১০.২০২৫ তারিখে দুপুর ১:৪৫ মিনিটে গোরক্ষপুর ছেড়ে যাবে এবং পরের দিন ০৩:৫০ মিনিটে আসানসোল পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনগুলিতে উভয় দিকেই থামবে।

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

০৩০০৩ বর্ধমান-ফতোয়া মেমু এক্সপ্রেস বিশেষ ট্রেনটি ২১.১০.২০২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত বর্ধমান থেকে রাত ১০:৪৫ মিনিটে ফতোয়া পৌঁছাবে এবং রাত ১২:৩০ মিনিটে পৌঁছাবে। একই দিনে এবং ০৩০০৪ ফতোয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস স্পেশাল ২১.১০.২০২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত রাত ৯:০০ টায় ফতোয়া থেকে ছেড়ে পরের দিন রাত ১০:৪৫ টায় বর্ধমান পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ এবং শিমুলতলা স্টেশনে উভয় দিকে থামবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway Diwali Special Train: দিওয়ালি, ছটপুজোয় রেলের বিরাট উপহার! ৫ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা! কোন রুটে, কোন সময়ে ছুটবে ট্রেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল