Knowledge Story: এই বাসস্ট্যান্ডের দু-পাশে ২ রাজ্য ! বাংলার শেষ বাসস্ট্যান্ড কোনটি বলুন তো? উত্তর শুনলে চমকাবেন নিশ্চিত

Last Updated:

Knowledge Story: এই বাসস্ট্যান্ড থেকেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। স্বাভাবিকভাবে মিশ্র সংস্কৃতি, ভাষাভাষীর মানুষ এবং মিশ্র ঐতিহ্য নিয়ে বছরের পর বছর বাংলার শেষ বাসস্ট্যান্ডে ভিড় থাকে সাধারণ মানুষের। 

+
শেষ

শেষ বাস স্ট্যান্ড 

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ। বিভিন্ন রাজ্যে ভাষা, সংস্কৃতি ও তাদের আচার-আয়োজন, এমনকি সীমানাও আলাদা। একটা বেড়ার এদিক এবং ওদিক, দুটি রাজ্য। দুটি আলাদা আলাদা থানা, প্রশাসনিক ক্ষেত্র আলাদা। শুধু তাই নয়, দুটি আলাদা আলাদা স্থান। তবে জানেন এই বাংলার শেষ বাসস্ট্যান্ড কোথায়? সেখান থেকে কোন রুটে কতগুলি বাস চলাচল করে? কী বলছেন সেখানকার মানুষ? কেন এই বাংলার শেষ বাসস্ট্যান্ড সেটি?
নেই রাজ্যের কোনও সীমানা। প্রশাসনিক ক্ষেত্র হিসেবে সীমানা ধরা হয় দুই রাজ্যের মধ্যবর্তী এই জায়গাকে। তবে জানেন এই মেদিনীপুর জেলায় রয়েছে বাংলার শেষ বাসস্ট্যান্ড। কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের এক প্রান্তে ওড়িশা, অন্যপ্রান্তে বিহার, ঝাড়খণ্ড রাজ্য অবস্থিত। মেদিনীপুর শহরের অনতিদূরে দাঁতন থানার সোলপাট্টা এলাকায় রয়েছে বাংলার শেষ বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডের গা ঘেঁসেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। তাই এই ‘সোলপাট্টা’ বাসট্যান্ডকে বলা হয় বাংলার শেষ বাসস্ট্যান্ড।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
মেদিনীপুর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। যার শেষ সীমানা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোলপাট্টা। এখানে বেশ কয়েক দশক ধরেই রয়েছে বাসস্ট্যান্ড। একইভাবে দাঁতন থানার সোনাকোনিয়াতে রয়েছে অপর একটি বাসস্ট্যান্ড। যার গা থেকেই শুরু হচ্ছে পড়শী রাজ্য ওড়িশা।
advertisement
স্থানীয়দের দাবি, এই সোলপাট্টা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন কলকাতাগামী, মেদিনীপুর এবং কাঁথিগামী একাধিক বাস চলে। শুধু তাই নয় এই সোলপাট্টা থেকেই বাস যায় ওড়িশা। সরকারিভাবে বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে এখানে। এই বাসস্ট্যান্ড থেকেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। স্বাভাবিকভাবে মিশ্র সংস্কৃতি, ভাষাভাষীর মানুষ এবং মিশ্র ঐতিহ্য নিয়ে বছরের পর বছর বাংলার শেষ বাসস্ট্যান্ডে ভিড় থাকে সাধারণ মানুষের। এখান থেকে কখনও আবার কখনও কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: এই বাসস্ট্যান্ডের দু-পাশে ২ রাজ্য ! বাংলার শেষ বাসস্ট্যান্ড কোনটি বলুন তো? উত্তর শুনলে চমকাবেন নিশ্চিত
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement