আরও পড়ুন: বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় রকেটটি ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। উড়ানের পুরো সময় জুড়ে রকেটটি পরিকল্পনা অনুযায়ী সব দিক পরিবর্তনের কাজ ঠিকঠাক করে এবং নির্দিষ্ট লক্ষ্যেই গিয়ে আছড়ে পড়ে। রেঞ্জে বসানো সমস্ত যন্ত্র রকেটটির গতিপথ শুরু থেকে শেষ পর্যন্ত নজরে রেখেছিল।
advertisement
এই লং রেঞ্জ গাইডেড রকেটটি তৈরি করেছে ডিআরডিও-র আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট। এই কাজে তাদের সহযোগিতা করেছে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এবং রিসার্চ সেন্টার ইমারত। পুরো পরীক্ষার দায়িত্বে ছিল ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ও প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাব্লিশমেন্ট।
আরও পড়ুন: রাজ্যের বহুতলগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন, বিশেষ বৈঠক
এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল, রকেটটি সেনাবাহিনীতে বর্তমানে ব্যবহৃত পিনাকা লঞ্চার থেকেই ছোড়া হয়েছে। এর ফলে একই লঞ্চার ব্যবহার করে বিভিন্ন দূরত্বের পিনাকা রকেট ছোড়া সম্ভব হবে বলে জানিয়েছে ডিআরডিও। এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই ধরনের দীর্ঘ দূরত্বের গাইডেড রকেট তৈরি হলে দেশের সশস্ত্র বাহিনীর শক্তি অনেকটাই বাড়বে এবং যুদ্ধক্ষেত্রে এর বড় প্রভাব পড়বে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল পরীক্ষা ভারতীয় সেনার আর্টিলারি শক্তিকে আরও মজবুত করবে। সীমান্ত এলাকায় দ্রুত ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এই রকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। উড়ান পরীক্ষার সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত। তিনি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানান এবং বলেন, নির্ধারিত সব লক্ষ্য পূরণ করেই এই পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।
