Assembly Elections 2025: রাজ্যের বহুতলগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন, ডাকা হল বিশেষ বৈঠক

Last Updated:

Assembly Elections 2025: রাজ্যের বহুতলে তথা হাউসিং সোসাইটি গুলোতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন। কলকাতা উত্তর ও দক্ষিণ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।

কী চাইছে নির্বাচন কমিশন
কী চাইছে নির্বাচন কমিশন
কলকাতা: রাজ্যের বহুতলে তথা হাউসিং সোসাইটি গুলোতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন। কলকাতা উত্তর ও দক্ষিণ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সেই বৈঠকে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।
advertisement
advertisement
বহুতল তথা আবাসন গুলিতে ভোট গ্রহণ কেন্দ্র করতে আগ্রহী নয় রাজনৈতিক দলগুলি, এই রিপোর্ট ইতিমধ্যেই কমিশনকে দেওয়া হয়। সেই রিপোর্ট পাওয়ার পরপরই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরই আজকের এই বৈঠক বলে জানায় কমিশন।
advertisement
রাজনৈতিক দলগুলিও আগ্রহী নয় বহুতল গুলিতে ভোট কেন্দ্র করার ব্যাপারে সেই রিপোর্ট একাধিক জেলাশাসকদের তরফে দেওয়া হবে ডেপুটি ইলেকশন কমিশনারকে। ইতিমধ্যেই বৈঠকে সশরীরে উপস্থিত হয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪পরগনা,পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং কলকাতা উত্তর ও দক্ষিণ এর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা। দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হয়েছে বৈঠক। বহুতলগুলিতে ভোটগ্রহণের বিষয় কতটা এগোয় এবং কী ভাবে ভোটগ্রহণ সম্ভব হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Elections 2025: রাজ্যের বহুতলগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন, ডাকা হল বিশেষ বৈঠক
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement