Assembly Elections 2025: রাজ্যের বহুতলগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন, ডাকা হল বিশেষ বৈঠক
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Assembly Elections 2025: রাজ্যের বহুতলে তথা হাউসিং সোসাইটি গুলোতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন। কলকাতা উত্তর ও দক্ষিণ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।
কলকাতা: রাজ্যের বহুতলে তথা হাউসিং সোসাইটি গুলোতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে আরও সক্রিয় নির্বাচন কমিশন। কলকাতা উত্তর ও দক্ষিণ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সেই বৈঠকে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।
advertisement
advertisement
বহুতল তথা আবাসন গুলিতে ভোট গ্রহণ কেন্দ্র করতে আগ্রহী নয় রাজনৈতিক দলগুলি, এই রিপোর্ট ইতিমধ্যেই কমিশনকে দেওয়া হয়। সেই রিপোর্ট পাওয়ার পরপরই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরই আজকের এই বৈঠক বলে জানায় কমিশন।
advertisement
রাজনৈতিক দলগুলিও আগ্রহী নয় বহুতল গুলিতে ভোট কেন্দ্র করার ব্যাপারে সেই রিপোর্ট একাধিক জেলাশাসকদের তরফে দেওয়া হবে ডেপুটি ইলেকশন কমিশনারকে। ইতিমধ্যেই বৈঠকে সশরীরে উপস্থিত হয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪পরগনা,পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং কলকাতা উত্তর ও দক্ষিণ এর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা। দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হয়েছে বৈঠক। বহুতলগুলিতে ভোটগ্রহণের বিষয় কতটা এগোয় এবং কী ভাবে ভোটগ্রহণ সম্ভব হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 4:51 PM IST









