Khaleda Zia: বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Khaleda Zia: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন বাংলাদেশ-এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
নয়াদিল্লি: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন বাংলাদেশ-এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
advertisement
advertisement
বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব খালেদা জিয়া, বাংলাদেশে দুই দফায় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুদফায় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। দীর্ঘ দিন বিদেশে থাকার পরে সম্পর্তি দেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও।
advertisement
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে ছবি দেন সমাজমাধ্যমে। সেখানে লেখেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।“
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 6:53 PM IST









