TRENDING:

Cough Syrup Advisory: কত বছরের নীচে শিশুদের কাশির সিরাপ নয়? মধ্যপ্রদেশ কাণ্ডের পর সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য মন্ত্রক

Last Updated:

গত কয়েকদিনে বিষাক্ত কোল্ডরিফ কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে ১৪টি এবং রাজস্থানে ৪টি শিশুর মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পরই গোটা দেশে শিশুদের কাশির সিরাপ খাওয়ানো নিয়ে আতঙ্ক ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিষাক্ত কোল্ডরিফ কাশির সিরাপ খেয়ে ১৮টি শিশুর মৃত্যুর পর তৎপর হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ শিশুদের কাশির সিরাপ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতাদের জন্য সতর্কবার্তা জারি করল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ওই সতর্কবার্তায় শিশুদের কাশির সিরাপ দেওয়ার ক্ষেত্রে আরও সাবধানী হওয়ার জন্য চিকিৎসক এবং ওষুধ বিক্রেতাদের পরামর্শ দেওয়া হয়েছে৷ আরও বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের কাশি নিজের থেকে কমে যায় এবং কোনও ওষুধের প্রয়োজন হয় না৷

শিশুদের অকারণ এবং ভুল কাশির সিরাপ খাওয়ানোর প্রবণতা আটকাতেই এই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ ওই সতর্কবার্তায় কঠোর ভাবে বলা হয়েছে, কোনও ভাবেই দু বছরের নীচের শিশুদের কাশির সিরাপ দেওয়া উচিত নয়৷ ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও সাধারণত কাশির সিরাপ না দেওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে৷

advertisement

পাঁচ বছরের উপরের শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই একমাত্র কাশির সিরাপ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ চিকিৎসক ওষুধের যে ডোজ লিখে দেবেন, তা কঠোর ভাবে মেনে চলার জন্য বাবা-মায়েদের পরামর্শ দিয়েছে ডিজিএইচএস৷ এক্ষেত্রেও একটানা বেশি দিন শিশুদের কাশির সিরাপ না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: কাশির সিরাপে লুকিয়ে ছিল কোন বিষ, কেন মৃত্যু ১৪টি শিশুর? মধ্যপ্রদেশে গ্রেফতার চিকিৎসক

advertisement

এর পাশাপাশি একাধিক ওষুধ মিশিয়ে না খাওয়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে ডিজিএইচএস-এর সতর্কবার্তায়৷ কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা বাড়ে৷ তার বদলে শিশুদের বেশি করে জল খাওয়ানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে৷

অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের সর্দি কাশি নিজের থেকে কমে যায়৷ তাই শিশুদের নিজে থেকে ওষুধ না দিয়ে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ মতোই শিশুদের ওষুধ খাওয়ানোর জন্য বাবা মায়েদের পরামর্শ দেওয়া হয়েছে৷

advertisement

গত কয়েকদিনে বিষাক্ত কোল্ডরিফ কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে ১৪টি এবং রাজস্থানে ৪টি শিশুর মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পরই গোটা দেশে শিশুদের কাশির সিরাপ খাওয়ানো নিয়ে আতঙ্ক ছড়িয়েছে৷ এই বিপর্যয়ের পর মধ্যপ্রদেশের একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে৷ তামিলনাড়ুর যে সংস্থা এই বিষাক্ত ওষুধ তৈরি করেছিল, তাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোল্ডরিফ নামে বিষাক্ত ওই কাশির সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই ওষুধের ভিতরে ৪৮.৬ শতাংশ ডিয়েথাইলিন গ্লাইকল নামে একটি অত্যন্ত বিষাক্ত উপাদান রয়েছে৷ যা ১ শতাংশের কম থাকা উচিত৷ সরকারি আধিকারিকদের দাবি, শিশুরা তো বটেই, মাত্রাতিরিক্ত হারে ডিয়েথাইলিন গ্লাইকলের উপস্থিতির কারণে এই ওষুধ খেলে বড়দেরও প্রাণ সংশয় হতে পারে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cough Syrup Advisory: কত বছরের নীচে শিশুদের কাশির সিরাপ নয়? মধ্যপ্রদেশ কাণ্ডের পর সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল