আরও পড়ুন- ২০২২ সালে সোনাই কি সবচেয়ে বেশি লাভ দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়ছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই দুটি কেবিনের মধ্যে ধাক্কা লাগে। যদিও রোপওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, রোপওয়ে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আহতদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর, কারণ দুর্ঘটনার পর তাঁরা ওই কেবিন থেকে ঝাঁপ দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন-রাজ্যে এবার বসতে চলেছে শিল্প মেলার আসর, চলবে ৫ দিন ধরে
প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য সেনবাহিনীকে ডাকা হয়েছে। কাজ করছে আইটিবিপি ও এনডিআরএফ-এর দলকে ডাকা হয়েছে। এ ছাড়া বায়ুসেনার হেলিকপ্টারও সোমবার সকাল ৫টা থেকে উদ্ধারকাজে হাত দিয়েছে।
একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুটি এমআই-১৭ হেলিকপ্টার ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কাজে নিয়োগ করা হয়েছে। দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষেরা প্রথম থেকেই উদ্ধার কাজের জন্য এগিয়ে এসেছেন। প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কয়েকজন মানুষ রোপওয়েতে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চালাচ্ছে প্রশাসন। বাকি পর্যটকদের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।