TRENDING:

Anubrata Mondal | অনুব্রতের মামলায় দিল্লি হাইকোর্টে বেঞ্চ বদল! জসমিত সিংয়ের বেঞ্চে হবে শুনানি

Last Updated:

যেহেতু অনুব্রতের অন্য মামলা বিচারপতি জসমিত সিংয়ের বেঞ্চে নথিভুক্ত আছে, তাই এই মামলাও একই বেঞ্চে স্থানান্তর করার আবেদন করেন আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: বারবার আদালত বদলের পর এবার বিচারপতি বদল। দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত মামলা ছিল বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে। শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল মামলাটি। কিন্তু, যেহেতু অনুব্রত-র সংশ্লিষ্ট অন্য মামলাগুলি বিচারপতি জসমিত সিং-এর বেঞ্চে নথিভুক্ত আছে, তাই এই মামলাও একই বেঞ্চে স্থানান্তর করার আবেদন করেন আইনজীবী।
আদালত বদলের পর এবার বিচারপতি বদল।
আদালত বদলের পর এবার বিচারপতি বদল।
advertisement

অন্যদিকে, আদালতের নির্দেশে আপাতত দুবরাজপুর থানার হেফাজতে থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার দুপুরের পর থানায় আনা হয় তাঁকে। মুড়ি, চপ দিয়ে খাওয়া সারেন। অনুব্রত যে থানায় রাত্রিবাস করতে পারেন সে কথা আগাম আঁচ করে একটি ঘরে থাকার বন্দোবস্ত করা হয়েছিল। অব্যবহৃত ঘরটি পরিষ্কার করে খাট পাতা হয়। সেই খাটের উপর পরিপাটি করে পাতা হয় বিছানা। সেই খাটেই পুলিশ হেফাজতের প্রথম রাত কাটল অনুব্রতের। সেই ঘরে লাগানো হয়েছে সিসিটিভিও। যাতে কেষ্টর গতিবিধি পুরোটাই থাকে নজরবন্দি।

advertisement

আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র

আরও পড়ুন: দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে রাখার ইডির আবেদন মেনে নিয়েছে আদালত। কিন্তু তার মধ্যেই নতুন মামলায় তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুরের আদালত। ফলে তিহার-যাত্রা আপাতত স্থগিত হওয়ায় আপাতভাবে খানিকটা হলেও নিশ্চিন্ত হয়েছেন কেষ্ট। তারই বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার রাতে থানার খাটে শুয়ে, এমনটাই মনে করা হচ্ছে। এ দিকে জেলা সভাপতি থাকবেন শুনে আশেপাশের তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় লেগে আছে থানায়। কিন্তু অনুব্রতের ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না পুলিশ। কাউকে তাঁর কাছে যাওয়ার অনুমতি দেওয়া হলে করা হচ্ছে কয়েক দফা তল্লাশি।

advertisement

রাজীব চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal | অনুব্রতের মামলায় দিল্লি হাইকোর্টে বেঞ্চ বদল! জসমিত সিংয়ের বেঞ্চে হবে শুনানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল