TRENDING:

বিরাট সুখবর! কয়েক দশকের দাবি পূরণ করছে রেল! ১১৭ কিলোমিটার দীর্ঘ রেললাইনে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ!

Last Updated:

প্রায় ৩৬০৬ কোটি টাকার এই প্রকল্প! কয়েক দশকের দাবি পূরণ হতে চলেছে। ভারতীয় রেলের বিরাট উদ্যোগ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাট সুখবর! কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। নতুন একটি রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক, যার কাজ দ্রুত শুরু হবে। মোট ১১৭ কিলোমিটার দীর্ঘ এই নতুন রেললাইন তৈরি হলে বিহটার সঙ্গে অনুগ্রহ নারায়ণ রোড জংশনের সরাসরি সংযোগ তৈরি হবে। এর ফলে জেহানাবাদ, অরবল, পাটনা ও ঔরঙ্গাবাদ জেলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েকে।
প্রায় ৩৬০৬ কোটি টাকার এই প্রকল্প! কয়েক দশকের দাবি পূরণ হতে চলেছে। ভারতীয় রেলের বিরাট উদ্যোগ!
প্রায় ৩৬০৬ কোটি টাকার এই প্রকল্প! কয়েক দশকের দাবি পূরণ হতে চলেছে। ভারতীয় রেলের বিরাট উদ্যোগ!
advertisement

পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ৩৬০৬.৪২ কোটি টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন। প্রকল্প শেষ হলে মগধ ও শাহাবাদ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বর্ষার শেষ ‘কামড়’! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের খেল শুরু! বাংলা-সহ দেশের কোথায় কী প্রভাব? এল আবহাওয়ার বড় আপডেট!

advertisement

নবমীর সকাল ঢাকল বিষাদে! বৃষ্টিতেই ‘সর্বনাশ’? পুজো মণ্ডপে বিরাট বিপর্যয়! দেখলে কেঁপে উঠবেন

এর আগে অনুগ্রহ নারায়ণ রোড থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত ১৩ কিলোমিটার রেললাইন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল এবং কাজও শুরু হয়েছে। এবার নতুন লাইনের মাধ্যমে পাটনা থেকে অরবল ও ঔরঙ্গাবাদের সরাসরি রেল সংযোগ তৈরি হবে। এতদিন পাটনা থেকে মগধ অঞ্চলে যেতে হলে গয়া ও জেহানাবাদ হয়ে ঘুরপথে যেতে হত। নতুন লাইনে যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।

advertisement

প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিকও যুক্ত হচ্ছে—বিহটায় একটি রেলওয়ে ওভার রেল (ROR) নির্মাণের অনুমোদন মিলেছে। এর ফলে চলাচল আরও সহজ হবে এবং প্রকল্পের কার্যকারিতা বাড়বে।

এই নতুন রেললাইন চালু হলে আরেকটি বড় সুবিধা মিলবে—ডিডিইউ-পাটনা-ঝাঝা মেইন লাইন এবং ডিডিইউ-গয়া-কোদর্মা গ্র্যান্ড কর্ড লাইনের মধ্যে বিকল্প রুট তৈরি হবে। ফলে যাত্রীদের জন্য আরও একটি সরাসরি ও দ্রুত সংযোগের ব্যবস্থা গড়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিরাট সুখবর! কয়েক দশকের দাবি পূরণ করছে রেল! ১১৭ কিলোমিটার দীর্ঘ রেললাইনে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল