TRENDING:

পুরনো গাড়ি কি বাজেয়াপ্ত করা হয়েছে না কি সস্তায় বিক্রি করা হয়ে গিয়েছে? দিল্লিতে জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কি তা ফিরে পেতে চাইছেন? দেখে নিন কী করণীয়

Last Updated:

Delhi Fuel Ban Reversed: এবার ২০২৫ সালের দিকে এগোনো যাক। সরকার এই নিয়মে সামান্য পরিবর্তন এনেছে এবং এই ধরনের যানবাহনে ফুয়েল ডিস্ট্রিবিউশনের উপর নিষেধাজ্ঞা জারি করে এই নিয়মকে আরও কঠোর করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পরিবেশ দূষণের বিরুদ্ধে মোকাবিলা করার পদক্ষেপ গ্রহণ করেছিল জাতীয় পরিবেশ আদালত বা এনজিটি। আসলে এনজিটি-র ২০১৫ সালের এক নতুন এমিশন রুল দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের রীতিমতো তাজ্জব করে দিয়েছিল। প্রশাসনের তরফে একটি নির্দেশ জারি করা হয়েছিল যার ফলে ১৫ বছরেরও বেশি পুরনো পেট্রোল গাড়ি এবং ১০ বছরেরও বেশি পুরনো ডিজেল গাড়ির উপর একটি ব্ল্যাঙ্কেট ব্যান জারি হয়েছিল।
পুরনো গাড়ি কি বাজেয়াপ্ত করা হয়েছে না কি সস্তায় বিক্রি করা হয়ে গিয়েছে?
পুরনো গাড়ি কি বাজেয়াপ্ত করা হয়েছে না কি সস্তায় বিক্রি করা হয়ে গিয়েছে?
advertisement

এবার ২০২৫ সালের দিকে এগোনো যাক। সরকার এই নিয়মে সামান্য পরিবর্তন এনেছে এবং এই ধরনের যানবাহনে ফুয়েল ডিস্ট্রিবিউশনের উপর নিষেধাজ্ঞা জারি করে এই নিয়মকে আরও কঠোর করা হয়েছে। পরে সাধারণ মানুষের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর এতে একটু বদল আনা হয়েছে। আর তাতে সরকার ডিজেল গাড়ির উপর থেকে নিষেধাজ্ঞা আংশিক ভাবে তুলে নিয়েছে।

advertisement

আরও পড়ুন– প্রায় গোটা সিরিজেই দলের সতীর্থদের জন্য বইতে হয়েছে জল, এবার ভারতীয় দল থেকে বাদ পড়াটা প্রায় নিশ্চিত এই ক্রিকেটারের

গাড়ি ফিরে পাওয়ার উপায়: আর এই সিদ্ধান্ত পুরনো গাড়ির মালিকদের জন্য স্বস্তি এনেছে তো বটেই! সেই সঙ্গে অনেকই হাত কামড়াচ্ছিলেন। কারণ অনেকেই চাপের মুখে পড়ে নিজেদের গাড়ি বিক্রি করে দিয়েছিলেন এবং লেটেস্ট নিয়মের আওতায় পড়ে অনেকের গাড়ি বাজেয়াপ্তও করেছিলেন কর্তৃপক্ষ। এখন গাড়ি যদি বাজেয়াপ্ত করা হয় অথবা সেটা যদি নতুন মালিকের হাতে চলে যায়, তাহলে গ্রাহকের কী করণীয়? যাইহোক, চিন্তা করার কোনও কারণ নেই। কারণ পুরনো সঙ্গী অর্থাৎ বাজেয়াপ্ত হওয়ার সাধের গাড়ি ফিরে পাওয়ার উপায় এখনও রয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন– জেসিবি তো দেখেছেন, কিন্তু এর পুরো কথাটি কী? জানা আছে কি? আর কেনই বা হলুদ রঙের হয় এই মেশিন? ৯৯ শতাংশ মানুষ অবশ্য এর কারণ জানেনই না

গাড়ি বাজেয়াপ্ত হলে কীভাবে তা ফিরে পাওয়া যাবে ? প্রথম বিষয়টাই হল – দিল্লি পরিবহণ দফতর পোর্টাল অথবা Vahan (বাহন) ওয়েবসাইটে গিয়ে গাড়ির স্টেটাস দেখে নিতে হবে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

advertisement

১. বর্তমান স্টেটাস দেখার জন্য নিজের গাড়ির নম্বর এন্টার করতে হবে।

২. গাড়িটি কী অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি স্টোরে রাখা রয়েছে, না কি ভেঙে ফেলা হয়েছে, না কি নিলামে তোলা হয়েছে, সেটা দেখে নিতে হবে।

৩. যদি গাড়িটিকে সিজড ক্যাটাগরিতে দেখা যায়, আর সেটি যদি ভেহিকেল ইয়ার্ডে থাকে, তাহলে এর রিলিজের জন্য আবেদন করা যেতে পারে।

advertisement

৪. আরটিও অথবা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে একটি রিক্যুয়েস্ট সাবমিট করতে হবে।

৫. পার্কিং অথবা ইয়ার্ডের চার্জের জন্য চার্জ দেওয়ার পর গাড়িটিকে ফিটনেস এবং পলিউশন টেস্ট দেওয়াতে হবে।

৬. একবার সেই পরীক্ষায় পাশ করে গেলে গাড়ি আবার ফিরে পাওয়া যাবে।

তবে এটাও মনে রাখা দরকার যে, যাঁদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সকলেই যে গাড়ি ফেরত পাবেন, এমনটা একেবারেই নয়। কারণ গাড়ি ফিটনেস পরীক্ষায় পাশ না-ও করতে পারে। এই পরিস্থিতিতে স্ক্র্যাপ হয়ে যেতে পারে গাড়িটি। তাই রিলিজের আবেদন কিন্তু প্রত্যাখ্যাত হতে পারে।

কেউ যদি চাপের মুখে গাড়ি বিক্রি করে দেন, তাহলে কী হতে পারে?

১. কেউ যদি নিজের গাড়িটিকে দিল্লির বাইরের কোনও ক্রেতার কাছে বিক্রি করে দেন, তাহলে প্রথমে এটিকে ট্র্যাক করতে হবে।

২. বিশদ তথ্য দিয়ে গাড়িটি আবার ক্রয় করার রিক্যুয়েস্ট বা অনুরোধ জানাতে হবে যে, গাড়িটিকে যেন স্ক্র্যাপ কিংবা ডিরেজিস্টার না করা হয়।

৩. এটাও মাথায় রাখতে হবে যে, নতুন নিয়ম অনুযায়ী দিল্লিতে গাড়িটি রি-রেজিস্টার করা যাবে কি না, সেটাও একবার দেখে নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

যাইহোক, দিল্লির এই জ্বালানি নিষেধাজ্ঞায় পরিবর্তন গাড়ির মালিকদের জন্য একটা আশার আলো নিয়ে এসেছে। অনেকেই ভেবেছিলেন যে, তাঁরা নিজেদের পুরনো গাড়িটিকে আর ফিরে পাবেন না। কিন্তু এখন নিজের সাধের গাড়ি ফিরে পাওয়ার একটা সুযোগ এসে গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুরনো গাড়ি কি বাজেয়াপ্ত করা হয়েছে না কি সস্তায় বিক্রি করা হয়ে গিয়েছে? দিল্লিতে জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কি তা ফিরে পেতে চাইছেন? দেখে নিন কী করণীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল