TRENDING:

Bengaluru Techie Killed: কিশোরের ‘যৌন চাহিদা’- মেটানোয় না! ‘না’ শুনতে নারাজ প্রথমে ‘খু*ন’, লাগিয়ে দিল আগুন

Last Updated:
Bengaluru Techie Killed: ঘটনার দিন, রাত ৯টা নাগাদ সে জানালা দিয়ে মৃতার ফ্ল্যাটে প্রবেশ করে বলে অভিযোগ।
advertisement
1/5
কিশোরের ‘যৌন চাহিদা’- মেটানোয় না! ‘না’ শুনতে নারাজ প্রথমে ‘খু*ন’, লাগিয়ে দিল আগুন
কলকাতা: বেঙ্গালুরুতে ফের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর (Techie) রহস্য মৃত্যু৷ ৩৪ বছর বয়সী শর্মিলা কুশলাপ্পা ৩ জানুয়ারি রাতে সুব্রামণ্য লেআউটে তাঁর ফ্ল্যাটেই মারা যান৷ আগুন লেগে পুড়ে যাওয়া ফ্ল্যাট থেকে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়।
advertisement
2/5
পূর্ব বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথমে ঘটেছিল, যা এখন হত্যার ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে, ফরেনসিক পরীক্ষায় পরে জানা যায় যে শর্মিলাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং প্রমাণ নষ্ট করার জন্যই আগুন লাগানো হয়েছিল।
advertisement
3/5
দক্ষিণ কন্নড়ের বাসিন্দা আইটি কর্মী একটি নামী প্রযুক্তি কোম্পানিতে কাজ করতেন। এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক পিইউসি ছাত্রকেও গ্রেফতার করা হয়েছে। সে তাঁর মায়ের সঙ্গে পাশের বাড়িতে থাকত।
advertisement
4/5
ঘটনার দিন, রাত ৯টা নাগাদ সে জানালা দিয়ে মৃতার ফ্ল্যাটে প্রবেশ করে বলে অভিযোগ। তদন্তকারীদের মতে, অভিযুক্ত তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে, যৌন সুবিধা দাবি করে এবং বাধা দিলে তাকে হত্যা করে বলে অভিযোগ।
advertisement
5/5
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তাকে চেপে ধরে তার মুখ ও নাক চেপে ধরে, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। হামলার সময়, সে সামান্য আঘাত পায় এবং রক্তপাত শুরু হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Bengaluru Techie Killed: কিশোরের ‘যৌন চাহিদা’- মেটানোয় না! ‘না’ শুনতে নারাজ প্রথমে ‘খু*ন’, লাগিয়ে দিল আগুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল