General Knowledge: জেসিবি তো দেখেছেন, কিন্তু এর পুরো কথাটি কী? জানা আছে কি? আর কেনই বা হলুদ রঙের হয় এই মেশিন? ৯৯ শতাংশ মানুষ অবশ্য এর কারণ জানেনই না

Last Updated:
General Knowledge: একাধিক কাজের জন্য সাধারণত জেসিবি ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম হল - মাটি তোলা, বাড়ি বা বহুতল নির্মাণের সময় ভারি ভারি মালমশলা উপরের তলায় পাঠানো ইত্যাদি। এমনকী বিল্ডিং ধূলিসাৎ করতেও এর জুড়ি মেলা ভার!
1/4
জেসিবি-র বিষয়ে প্রায় সকলেই জানেন। বহু মানুষই জীবনে অন্তত একবার জেসিবি-কে কাজে লাগিয়েছেন। একাধিক কাজের জন্য সাধারণত জেসিবি ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম হল - মাটি তোলা, বাড়ি বা বহুতল নির্মাণের সময় ভারি ভারি মালমশলা উপরের তলায় পাঠানো ইত্যাদি। এমনকী, বিল্ডিং ধূলিসাৎ করতেও এর জুড়ি মেলা ভার! সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে, এক রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় যান জেসিবি। আসলে এখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা বলা হয়েছে। নিজের রাজ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বহু অবৈধ নির্মাণ ধ্বংস করার কাজে জেসিবি ব্যবহার করেছেন তিনি। (Representative Image)
জেসিবি-র বিষয়ে প্রায় সকলেই জানেন। বহু মানুষই জীবনে অন্তত একবার জেসিবি-কে কাজে লাগিয়েছেন। একাধিক কাজের জন্য সাধারণত জেসিবি ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম হল - মাটি তোলা, বাড়ি বা বহুতল নির্মাণের সময় ভারি ভারি মালমশলা উপরের তলায় পাঠানো ইত্যাদি। এমনকী, বিল্ডিং ধূলিসাৎ করতেও এর জুড়ি মেলা ভার! সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে, এক রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় যান জেসিবি। আসলে এখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা বলা হয়েছে। নিজের রাজ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বহু অবৈধ নির্মাণ ধ্বংস করার কাজে জেসিবি ব্যবহার করেছেন তিনি। (Representative Image)
advertisement
2/4
শুধু তা-ই নয়, দাগি অপরাধীদের বাড়ি ভাঙার জন্যও জেসিবি-কে কাজে লাগিয়েছেন। সেই কারণে জেসিবি-র জন্য একটি বিশেষ ব্র্যান্ড যেন তৈরি হয়ে গিয়েছে।  আমরা প্রত্যেকেই লক্ষ্য করি যে, প্রত্যেক জেসিবি-র রঙই হলুদ হয়। আর জেসিবি-র পাশাপাশি বুলডোজারও হলুদ রঙের হয়। রাস্তা নির্মাণ এবং বিল্ডিং ভাঙার কাজে ব্যবহৃত হয় বুলডোজার। আসলে জেসিবি এবং বুলডোজার আগে লাল ও সাদা রঙের হত। যদিও বিশেষ কিছু কারণে এর রঙ হলুদে পরিবর্তন করা হয়েছিল। (Representative Image)
শুধু তা-ই নয়, দাগি অপরাধীদের বাড়ি ভাঙার জন্যও জেসিবি-কে কাজে লাগিয়েছেন। সেই কারণে জেসিবি-র জন্য একটি বিশেষ ব্র্যান্ড যেন তৈরি হয়ে গিয়েছে।  আমরা প্রত্যেকেই লক্ষ্য করি যে, প্রত্যেক জেসিবি-র রঙই হলুদ হয়। আর জেসিবি-র পাশাপাশি বুলডোজারও হলুদ রঙের হয়। রাস্তা নির্মাণ এবং বিল্ডিং ভাঙার কাজে ব্যবহৃত হয় বুলডোজার। আসলে জেসিবি এবং বুলডোজার আগে লাল ও সাদা রঙের হত। যদিও বিশেষ কিছু কারণে এর রঙ হলুদে পরিবর্তন করা হয়েছিল। (Representative Image)
advertisement
3/4
আসলে প্রস্তুতকারী ওই সংস্থার নাম Joseph Cyril Bamford Excavators Ltd। ১৯৪৫ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন জোসেফ সিরিল ব্যামফোর্ড। ফলে সংস্থার নামই এখন এই মেশিনের পরিচয় হয়ে উঠেছে। আমরা একে জেসিবি মেশিন বলে ডাকলেও এর আসল নাম হল Backhoe Loader। ভারত, ব্রিটেন এবং আয়ারল্যান্ডে JCB শব্দটি খননকারী যন্ত্রগুলিকে বোঝানোর জন্য সাধারণ ভাবে ব্যবহার করা হয়। এমনকী Oxford English Dictionary-তেও স্থান পেয়েছে জেসিবি। তবে এটিকে এখনও একটি ট্রেডমার্ক হিসেবে রাখা হয়েছে।(Representative Image)
আসলে প্রস্তুতকারী ওই সংস্থার নাম Joseph Cyril Bamford Excavators Ltd। ১৯৪৫ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন জোসেফ সিরিল ব্যামফোর্ড। ফলে সংস্থার নামই এখন এই মেশিনের পরিচয় হয়ে উঠেছে। আমরা একে জেসিবি মেশিন বলে ডাকলেও এর আসল নাম হল Backhoe Loader। ভারত, ব্রিটেন এবং আয়ারল্যান্ডে JCB শব্দটি খননকারী যন্ত্রগুলিকে বোঝানোর জন্য সাধারণ ভাবে ব্যবহার করা হয়। এমনকী Oxford English Dictionary-তেও স্থান পেয়েছে জেসিবি। তবে এটিকে এখনও একটি ট্রেডমার্ক হিসেবে রাখা হয়েছে।(Representative Image)
advertisement
4/4
১৯৫৩ সালে জেসিবি কোম্পানি প্রথম Backhoe Loader তৈরি করেছিল। অবশ্য ১৯৪৫ সালে এর মডেল প্রস্তুত করা হয়েছিল। যদিও সেই মডেলে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১৯৫৩ সালে এটি তৈরি করার সময় এর রঙ ছিল নীল আর লাল। কিন্তু নিরাপত্তার কারণে এর রঙ ধীরে ধীরে হলুদে পরিবর্তন করা হয়েছিল। (Representative Image)
১৯৫৩ সালে জেসিবি কোম্পানি প্রথম Backhoe Loader তৈরি করেছিল। অবশ্য ১৯৪৫ সালে এর মডেল প্রস্তুত করা হয়েছিল। যদিও সেই মডেলে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১৯৫৩ সালে এটি তৈরি করার সময় এর রঙ ছিল নীল আর লাল। কিন্তু নিরাপত্তার কারণে এর রঙ ধীরে ধীরে হলুদে পরিবর্তন করা হয়েছিল। (Representative Image)
advertisement
advertisement
advertisement