IND vs ENG: প্রায় গোটা সিরিজেই দলের সতীর্থদের জন্য বইতে হয়েছে জল, এবার ভারতীয় দল থেকে বাদ পড়াটা প্রায় নিশ্চিত এই ক্রিকেটারের

Last Updated:
Kuldeep Yadav: অনেকেই আশা করেছিলেন যে, এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলানো হবে কুলদীপকে দিয়ে। কিন্তু টসের সময় দেখা যায় যে, টানা দ্বিতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেনের বাইরেই রয়েছেন তিনি। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সকলেই। 
1/5
লিডসে জেতা ম্যাচটাও হেরেছিল ভারতীয় দল। ফলে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে বহু প্রশ্নেরই উদ্রেক হয়েছিল। প্রশ্ন উঠেছিল যে, কুলদীপ যাদবকে কি শুধু জল দেওয়ার জন্যই ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হল? অনেকেই আশা করেছিলেন যে, এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলানো হবে কুলদীপকে দিয়ে। কিন্তু টসের সময় দেখা যায় যে, টানা দ্বিতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেনের বাইরেই রয়েছেন তিনি। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সকলেই। এবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল যখন জয়লাভ করেছে, তখন কুলদীপ যাদবকে না খেলানোর বাধ্যবাধকতার উপর থেকে পর্দা উঠে গিয়েছে।
লিডসে জেতা ম্যাচটাও হেরেছিল ভারতীয় দল। ফলে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে বহু প্রশ্নেরই উদ্রেক হয়েছিল। প্রশ্ন উঠেছিল যে, কুলদীপ যাদবকে কি শুধু জল দেওয়ার জন্যই ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হল? অনেকেই আশা করেছিলেন যে, এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলানো হবে কুলদীপকে দিয়ে। কিন্তু টসের সময় দেখা যায় যে, টানা দ্বিতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেনের বাইরেই রয়েছেন তিনি। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সকলেই। এবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল যখন জয়লাভ করেছে, তখন কুলদীপ যাদবকে না খেলানোর বাধ্যবাধকতার উপর থেকে পর্দা উঠে গিয়েছে।
advertisement
2/5
ভারতের অধিনায়ক শুভমান গিলের মতে, কুলদীপ যাদবের মতো উইকেট-টেকিং স্পিনারকে সকলেই প্লেয়িং ইলেভেনে রাখতে চাইবেন, কিন্তু লিডসের টেস্ট ম্যাচে লোয়ার অর্ডার দু’বারই সেভাবে না টিকে অনায়াসে আউট হওয়ার পরে ব্যাটিংয়ে জোর আনার জন্য তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছিল। এদিকে ওয়াশিংটনকে প্লেয়িং ইলেভেনে নেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কারণ এই অল-রাউন্ডার ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই নিজের কামাল দেখিয়েছেন। ফলে লর্ডসের টেস্টের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করবে ভারতীয় দল। (BCCI Photo)
ভারতের অধিনায়ক শুভমান গিলের মতে, কুলদীপ যাদবের মতো উইকেট-টেকিং স্পিনারকে সকলেই প্লেয়িং ইলেভেনে রাখতে চাইবেন, কিন্তু লিডসের টেস্ট ম্যাচে লোয়ার অর্ডার দু’বারই সেভাবে না টিকে অনায়াসে আউট হওয়ার পরে ব্যাটিংয়ে জোর আনার জন্য তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছিল। এদিকে ওয়াশিংটনকে প্লেয়িং ইলেভেনে নেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কারণ এই অল-রাউন্ডার ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই নিজের কামাল দেখিয়েছেন। ফলে লর্ডসের টেস্টের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করবে ভারতীয় দল। (BCCI Photo)
advertisement
3/5
পাঁচটি ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পর অধিনায়ক শুভমান গিল বলেন যে, “যখন আপনার কাছে কুলদীপের মতো বোলার থাকে, তখন বিষয়টা খুবই দারুণ হয়। আমি ওয়াশিংটনকে খেলাতে চেয়েছিলাম, কারণ ওঁর উপস্থিতি আমাদের ব্যাটিংয়ের জোর বাড়িয়ে দেয়। আমার মনে হয় যে, আমার আর ওয়াশিংটনের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। যদি এই পার্টনারশিপ না হত, তাহলে আমাদের লিড হত ৭০-৮০-৯০ রানের। যা আদতে ১৮০ রানের লিডের তুলনায় একেবারেই আলাদা হত।” (File Photo)
পাঁচটি ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পর অধিনায়ক শুভমান গিল বলেন যে, “যখন আপনার কাছে কুলদীপের মতো বোলার থাকে, তখন বিষয়টা খুবই দারুণ হয়। আমি ওয়াশিংটনকে খেলাতে চেয়েছিলাম, কারণ ওঁর উপস্থিতি আমাদের ব্যাটিংয়ের জোর বাড়িয়ে দেয়। আমার মনে হয় যে, আমার আর ওয়াশিংটনের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। যদি এই পার্টনারশিপ না হত, তাহলে আমাদের লিড হত ৭০-৮০-৯০ রানের। যা আদতে ১৮০ রানের লিডের তুলনায় একেবারেই আলাদা হত।” (File Photo)
advertisement
4/5
গিল জানান যে, ইংল্যান্ডে ব্যবহৃত ডিউক বল যত পুরনো হবে, স্পিনারদের সুযোগ তত বাড়বে। ফলে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবেন তাঁরা। ভারতীয় অধিনায়কের কথায়, “আমাদের আশা অনুযায়ী, পঞ্চম দিনে বল ঘুরছিল না। খড়খড়ে জায়গায় পড়লেই বাউন্স করছিল বল। টেস্ট ম্যাচের আগেই আমি বলেছিলাম যে, আমি আসলে পরিসংখ্যান অথবা ইতিহাসে বিশ্বাস করি না। বিগত ৫০-৬০ বছরে এখানে ভিন্ন পরিস্থিতিতে এবং আলাদা দলের সঙ্গে আমরা মাত্র ৭টি ম্যাচ খেলেছি। আমি বিশ্বাস করি যে, এটা আসলে সেরা ভারতীয় দল। কারণ এই ভারতীয় দলের ইংল্যান্ডে এসে তাদের হারিয়ে সিরিজ জয় করার ক্ষমতা রয়েছে। আমরা সঠিক ছন্দেই রয়েছে। আর আমরা যদি লড়াই চালিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের স্মরণীয় সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে।” (File Photo)
গিল জানান যে, ইংল্যান্ডে ব্যবহৃত ডিউক বল যত পুরনো হবে, স্পিনারদের সুযোগ তত বাড়বে। ফলে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবেন তাঁরা। ভারতীয় অধিনায়কের কথায়, “আমাদের আশা অনুযায়ী, পঞ্চম দিনে বল ঘুরছিল না। খড়খড়ে জায়গায় পড়লেই বাউন্স করছিল বল। টেস্ট ম্যাচের আগেই আমি বলেছিলাম যে, আমি আসলে পরিসংখ্যান অথবা ইতিহাসে বিশ্বাস করি না। বিগত ৫০-৬০ বছরে এখানে ভিন্ন পরিস্থিতিতে এবং আলাদা দলের সঙ্গে আমরা মাত্র ৭টি ম্যাচ খেলেছি। আমি বিশ্বাস করি যে, এটা আসলে সেরা ভারতীয় দল। কারণ এই ভারতীয় দলের ইংল্যান্ডে এসে তাদের হারিয়ে সিরিজ জয় করার ক্ষমতা রয়েছে। আমরা সঠিক ছন্দেই রয়েছে। আর আমরা যদি লড়াই চালিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের স্মরণীয় সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে।” (File Photo)
advertisement
5/5
প্রসঙ্গত, বার্মিংহামের এজবাস্টনে ৩৩৬ রানে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের এর পরের ম্যাচ তথা তৃতীয় ম্যাচটি আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক লর্ডসের ময়দানে। (File Photo)
প্রসঙ্গত, বার্মিংহামের এজবাস্টনে ৩৩৬ রানে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের এর পরের ম্যাচ তথা তৃতীয় ম্যাচটি আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক লর্ডসের ময়দানে। (File Photo)
advertisement
advertisement
advertisement