যদিও ২০২১ সালের তুলনায় খুনের হার কমেছে দেশে। ২০২০ সালেও এই সংখ্যা অনেকটাই বেশি ছিল। ‘ক্রাইম ইন ইন্ডিয়া-২০২২’ নামের রিপোর্টে এই সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে। খুনের অপরাধের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বার্ষিক সমীক্ষায় চাঞ্চল্যকর এই রিপোর্টটি প্রকাশ্যে এসেছে। এরপরেই আছে বিহারের স্থান। সেই সঙ্গে কেবলমাত্র ২০২২ সালেই দেশে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মৃত্যুর কাছে হার, প্রয়াত জুনিয়র মেহমুদ! ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেতাকে
তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সর্বাধিক খুনের অভিযোগ দায়েরের হিসেবে পশ্চিমবঙ্গে ১৬৯৬টি খুনের অভিযোগ দায়ের হয়েছে ২০২২ সালে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কম অপরাধপ্রবণ রাজ্য হিসেবে নাম রয়েছে সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, গোয়া ও মণিপুরের। ৯৫.৪ শতাংশ খুনের শিকারী হয়েছেন প্রাপ্তবয়স্করা।
আরও পড়ুন: এমনই নেশা যে পকেটে রাখেন, ফাঁস সানি দেওলের গোপন অভ্যেস, লজ্জায় লাল অভিনেতা! দেখুন
এনসিআরবি-র রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে গোটা দেশে খুনের উদ্দ্যেশ্য নিয়ে। কী কারণে হয়েছে এত খুন? রিপোর্টে দাবি, সবচেয়ে বেশি কারণ হিসেবে উঠে এসেছে বিবাদ, অশান্তি। ব্যক্তিগত আক্রোশের কথাও খুনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত হিংসার জেরে খুন হয় ৩ হাজার ৭৬১ এবং প্রেম ঘটিত কারণে খুন হয়েছিল ১ হাজার ৮৮৪ জন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F