আরও পড়ুন- বীভৎস! বাঁচার চেষ্টায় ফুটন্ত তেলের কড়াই থেকে লাফ মুণ্ডুহীন ব্যাঙের! ভাইরাল ভিডিও
এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৫,৭৯,৬৯৩, মৃত্যুর হার ১.২২ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ১৯১.৩২ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট তা হয় ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণের রেকর্ড গড়ে দেশ।
advertisement
আরও পড়ুন- ভয়াবহ কোভিড-১৯ প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায়! ৩ দিনে আক্রান্ত ৮২০৬২০, মৃত ৪২!
গত বছরের ৮ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি সংক্রমণের মাইলফলক অতিক্রম করে ভারত। গত ২৪ ঘণ্টায় ১৩টি নতুন প্রাণহানির মধ্যে আটজনই কেরলের, চারজন দিল্লির এবং একজন মহারাষ্ট্রের।
মহারাষ্ট্র থেকে ১,৪৭,৮৫৪ জন, কেরল থেকে ৬৯,৩৬৩ জন, কর্ণাটক থেকে ৪০,১০৫ জন, তামিলনাড়ু থেকে ৩৮,০২৫ জন, দিল্লি থেকে ২৬,১৯২ জন, উত্তরপ্রদেশ থেকে ২৩,৫১৩ জন এবং পশ্চিমবঙ্গ থেকে ২৩,৫১৩ জন সহ দেশে মোট ৫,২৪,২১৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে৷ স্বাস্থ্য মন্ত্রক অবশ্য জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যু কোমর্বিডিটির কারণে ঘটেছে।
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে,” ওয়েবসাইটে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।