Covid-19 Outbreak in North Korea: ভয়াবহ কোভিড-১৯ প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায়! ৩ দিনে আক্রান্ত ৮২০৬২০, মৃত ৪২!

Last Updated:

Coronavirus Deaths in North Korea: উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের অন্যতম খারাপ ব্যবস্থা এবং এখনও কোনও কোভিড ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল চিকিত্সার ওষুধ বা গণ নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই এই দেশে৷

Coronavirus in North Korea
Coronavirus in North Korea
North Korea Covid-19 Outbreak: এবার করোনা মহামারীর প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায়। দেশের প্রথম কোভিড-১৯ প্রাদুর্ভাবে জ্বরের উপসর্গ দেখা দিয়েছে আরও ২৯৬,১৮০ জন মানুষের, মৃত্যু ঘটেছে আরও ১৫ জনের, রবিবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, মোট ৪২ জনের মৃত্যু ঘটেছে এখনও। সংক্রমণ ঘটেছে ৮২০,৬২০ জনের এবং অন্তত ৩২৪,৫৫০ জন চিকিৎসাধীন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, এই কোভিড-১৯ প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায় ‘মহা বিপর্যয়’ সৃষ্টি করেছে। কেসিএনএ জানিয়েছে, “দেশের সমস্ত প্রদেশ, শহর এবং কাউন্টিগুলিতে সম্পূর্ণরূপে লকডাউন জারি করা হয়েছে এবং সমস্ত উৎপাদন, ক্ষেত্র, কর্মক্ষেত্র এবং আবাসিক স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।”
টিকা না নেওয়া জনসংখ্যার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার জন্য ‘সর্বোচ্চ জরুরি কোয়ারেন্টাইন সিস্টেম’ সক্রিয় থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় এখন প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানায়, রাজধানী পিয়ংইয়ংয়ে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে, যার পরেই কিম দেশব্যাপী লকডাউনের আদেশ দেন।
advertisement
advertisement
এটিই কোভিডের ক্ষেত্রে সরকারের প্রথম স্বীকারোক্তি এবং মহামারী শুরু হওয়ার পর দুই বছর কেটে গেলেও যে করোনাভাইরাস রোধে যে ব্যর্থ হয়েছে দেশ, তারই প্রমাণ এই প্রাদুর্ভাব। উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের অন্যতম খারাপ ব্যবস্থা এবং এখনও কোনও কোভিড ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল চিকিত্সার ওষুধ বা গণ নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই এই দেশে৷
advertisement
এর আগে চিন থেকে কোভিড ভ্যাকসিনের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্প প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া। তবে বেইজিং এবং সিওল ফের সাহায্য এবং ভ্যাকসিনের নতুন প্রস্তাব জানিয়েছে।
কেসিএনএ অবশ্য নির্দিষ্ট করে জানায়নি যে নতুন সংক্রমণ এবং মৃত্যু ঘটা মানুষরা সকলেই কোভিড-১৯ পজিটিভ কী না। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণহারে পরীক্ষা করাতে গেলে সমস্যায় পড়বে এই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করেছে, কিম আরও একটি পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তাঁর শাসনামলে এটি হবে সপ্তম পারমাণবিক পরীক্ষা এবং যে কোনও দিন তা ঘটতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid-19 Outbreak in North Korea: ভয়াবহ কোভিড-১৯ প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায়! ৩ দিনে আক্রান্ত ৮২০৬২০, মৃত ৪২!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement