কংগ্রেসের রাষ্ট্রপতি অভিযানকে কেন্দ্র করে যন্তর মন্তর ছাড়া পুরো নয়া দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। করা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহর। গতকাল সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় এজেন্সি গুলির অপব্যবহারের অভিযোগে তুমুল বিক্ষোভ করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদ দোলা সেন স্লোগান দেন, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই, নরেন্দ্র মোদির দুই ভাই ইডি আর সিবিআই। দিল্লিতে পৌঁছে প্রথম দিন সাংসদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সি গুলির অপব্যবহারের প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের সংসদের বিষয়টি নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন : ডেঙ্গি নিয়ে তৎপর রাজ্য! গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত আজই! নজরে নবান্নের বিশেষ বৈঠক
এদিকে ন্যাশনাল হেরল্ড মামলায় সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ডেকে ইতিমধ্যেই কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। তার আগে রাহুল গান্ধিকেও বেশ কয়েকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রাহুল গান্ধি (Rahul Gandhi) এই পদক্ষেপগুলিকে ‘ভয় দেখানোর প্রচেষ্টা’ বলেই মনে করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের রাহুল বলেন, “আমরা ভয় পাব না। আমরা নরেন্দ্র মোদিকে ভয় পাই না। ওরা যা খুশি তাই করতে পারে। এটা কোনও ব্যপার না।"
"দেশ ও গণতন্ত্র রক্ষা এবং দেশে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবো। তাঁরা যাই করুন না কেন আমি আমার কাজ চালিয়ে যাব,” ইডি ইয়ং ইন্ডিয়ান অফিস সিল করার পরে প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। রাহুল বলেন, “সত্যকে বাধা দেওয়া যায় না।” শুধু তাই নয়, রাহুল জানিয়েছেন তাঁর দল প্রতিবাদ জারি রাখবে। প্রাক্তন কংগ্রেস প্রধানের দাবি, বিজেপি সরকার মনে করে চাপ দিয়ে সত্যের মুখ বন্ধ করা যায়। “আমাদের উপর চাপ দিয়ে আমাদের চুপ করাতে পারবে ভেবেছে বিজেপি! তবে আমরা চুপ করে থাকব না।"