Arpita Mukherjee Money Gold Diamond And More: কঙ্গন-বালা-আংটি থেকে গোল্ড-পেন! 'শৌখিন' অর্পিতার খাজানায় আরও 'কত' কী! যে নেশায় মেতেছিলেন মধ্যবিত্ত বাঙালি মেয়ে...

Last Updated:
Arpita Mukherjee Money Gold Diamond And More: শুধুই কী  টাকা, প্রসাধন ও প্রযুক্তির নেশা ছিল অর্পিতার? একেবারেই না! বিশেষ বন্ধুর উপহার দেওয়া সোনার 'পেন' তার সম্পদ তালিকায় আলাদা নজর টেনেছে।
1/7
শুধুই কী কোটি কোটি টাকার বিপুলাকার পাহাড়! ইডির দুর্নীতি তদন্তে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার সোনার গয়না। কী কী গয়না ছিল সেখানে?
শুধুই কী কোটি কোটি টাকার বিপুলাকার পাহাড়! ইডির দুর্নীতি তদন্তে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার সোনার গয়না। কী কী গয়না ছিল সেখানে?
advertisement
2/7
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে তার যে তালিকা জমা দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে, একের পর এক সুন্দর সুন্দর ও কিছুটা ভারী সোনার গয়না। বোঝা যায় গয়না পছন্দের বিষয়ে বেশ শৌখিন ছিলেন অর্পিতা। তালিকায় মিলেছে সোনার চুড়ি, ছোট-বড় বিভিন্ন রকমের হার, নেকলেস, আংটি। তবে সবই মোটের ওপর বেশ ভারী ও চোখে পড়ার মতোই।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে তার যে তালিকা জমা দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে, একের পর এক সুন্দর সুন্দর ও কিছুটা ভারী সোনার গয়না। বোঝা যায় গয়না পছন্দের বিষয়ে বেশ শৌখিন ছিলেন অর্পিতা। তালিকায় মিলেছে সোনার চুড়ি, ছোট-বড় বিভিন্ন রকমের হার, নেকলেস, আংটি। তবে সবই মোটের ওপর বেশ ভারী ও চোখে পড়ার মতোই।
advertisement
3/7
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল টাকার পাশাপাশি মিলেছে বিপুল গয়না ও বিলাসবহুল সামগ্রী যার মধ্যে রয়েছে লাখ লাখ টাকার অনেকগুলি মোবাইল ফোন। শুধুই কী প্রসাধন ও প্রযুক্তির নেশা ছিল অর্পিতার? একেবারেই না! বিশেষ বন্ধুর উপহার দেওয়া সোনার 'পেন' তার সম্পদ তালিকায় আলাদা নজর টেনেছে।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল টাকার পাশাপাশি মিলেছে বিপুল গয়না ও বিলাসবহুল সামগ্রী যার মধ্যে রয়েছে লাখ লাখ টাকার অনেকগুলি মোবাইল ফোন। শুধুই কী প্রসাধন ও প্রযুক্তির নেশা ছিল অর্পিতার? একেবারেই না! বিশেষ বন্ধুর উপহার দেওয়া সোনার 'পেন' তার সম্পদ তালিকায় আলাদা নজর টেনেছে।
advertisement
4/7
এখনও পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়ের নিজের দুটি ফ্ল্যাটে হানা দেয় ইডি। পণ্ডিতিয়া রোডের আরও একটি ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। কিন্তু তার মালিকানা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইডি সূত্রে খবর বেনামে ওই ফ্ল্যাট আসলে অর্পিতারই। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে জেরায় উঠে আসা সূত্র ও তল্লাশিতে বেরিয়ে আসা নথি।
এখনও পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়ের নিজের দুটি ফ্ল্যাটে হানা দেয় ইডি। পণ্ডিতিয়া রোডের আরও একটি ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। কিন্তু তার মালিকানা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইডি সূত্রে খবর বেনামে ওই ফ্ল্যাট আসলে অর্পিতারই। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে জেরায় উঠে আসা সূত্র ও তল্লাশিতে বেরিয়ে আসা নথি।
advertisement
5/7
অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে পাওয়া গিয়েছে প্রায় ৫০ কোটি। তবে টাকার পাশাপাশি প্রচুর গয়না পাওয়া গিয়েছে দুই জায়গাতেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১টা সোনার চুড়ি, ৯টি ছোট হার, ৪টি হার, ১টি সোনার পেন, ৫টি আংটি, ৭টি সোনার চেন এবং ৬টি বালা (সোনার)। ইডি নিজেদের নথিতে জানিয়েছে, বালার ওজন ৫০০ গ্রাম।
অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে পাওয়া গিয়েছে প্রায় ৫০ কোটি। তবে টাকার পাশাপাশি প্রচুর গয়না পাওয়া গিয়েছে দুই জায়গাতেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১টা সোনার চুড়ি, ৯টি ছোট হার, ৪টি হার, ১টি সোনার পেন, ৫টি আংটি, ৭টি সোনার চেন এবং ৬টি বালা (সোনার)। ইডি নিজেদের নথিতে জানিয়েছে, বালার ওজন ৫০০ গ্রাম।
advertisement
6/7
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার (২২ জুলাই) ইডি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়াগায় অভিযান চালায়। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয় ইডি। এর পাশাপাশি কলকাতার টালিগঞ্জ এলাকার ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা। পরে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ কোটি।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার (২২ জুলাই) ইডি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়াগায় অভিযান চালায়। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয় ইডি। এর পাশাপাশি কলকাতার টালিগঞ্জ এলাকার ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা। পরে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ কোটি।
advertisement
7/7
দুই ফ্ল্যাটেরই মালকিন অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের 'বিশেষ পরিচিত' বলেই ইডি সূত্রে দাবি। অর্পিতার প্রতিটি ফ্ল্যাটেই মিলেছিল টাকা, সোনা, বিদেশি মুদ্রা, এমনই দাবি ইডি-র। অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো এই সবই এখন ইডির আতশ কাচের তলায়।
দুই ফ্ল্যাটেরই মালকিন অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের 'বিশেষ পরিচিত' বলেই ইডি সূত্রে দাবি। অর্পিতার প্রতিটি ফ্ল্যাটেই মিলেছিল টাকা, সোনা, বিদেশি মুদ্রা, এমনই দাবি ইডি-র। অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো এই সবই এখন ইডির আতশ কাচের তলায়।
advertisement
advertisement
advertisement