Arpita Mukherjee Money Gold Diamond And More: কঙ্গন-বালা-আংটি থেকে গোল্ড-পেন! 'শৌখিন' অর্পিতার খাজানায় আরও 'কত' কী! যে নেশায় মেতেছিলেন মধ্যবিত্ত বাঙালি মেয়ে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjee Money Gold Diamond And More: শুধুই কী টাকা, প্রসাধন ও প্রযুক্তির নেশা ছিল অর্পিতার? একেবারেই না! বিশেষ বন্ধুর উপহার দেওয়া সোনার 'পেন' তার সম্পদ তালিকায় আলাদা নজর টেনেছে।
advertisement
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে তার যে তালিকা জমা দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে, একের পর এক সুন্দর সুন্দর ও কিছুটা ভারী সোনার গয়না। বোঝা যায় গয়না পছন্দের বিষয়ে বেশ শৌখিন ছিলেন অর্পিতা। তালিকায় মিলেছে সোনার চুড়ি, ছোট-বড় বিভিন্ন রকমের হার, নেকলেস, আংটি। তবে সবই মোটের ওপর বেশ ভারী ও চোখে পড়ার মতোই।
advertisement
advertisement
advertisement
অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে পাওয়া গিয়েছে প্রায় ৫০ কোটি। তবে টাকার পাশাপাশি প্রচুর গয়না পাওয়া গিয়েছে দুই জায়গাতেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১টা সোনার চুড়ি, ৯টি ছোট হার, ৪টি হার, ১টি সোনার পেন, ৫টি আংটি, ৭টি সোনার চেন এবং ৬টি বালা (সোনার)। ইডি নিজেদের নথিতে জানিয়েছে, বালার ওজন ৫০০ গ্রাম।
advertisement
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার (২২ জুলাই) ইডি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়াগায় অভিযান চালায়। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয় ইডি। এর পাশাপাশি কলকাতার টালিগঞ্জ এলাকার ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা। পরে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ কোটি।
advertisement