মাঝে মাঝে চুলহা বাবা একটু সরে গিয়ে ঠিক করে নিচ্ছিলেন নিজের বসার অবস্থান৷ সে সময় তাঁর ভক্তরা ঠিক করে দিচ্ছিলেন চুলহা বাবার মাথার বস্ত্র৷ তার সঙ্গেই আছে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার পর্ব৷ ভক্তরা চুলহা বাবার সামনে হাঁটু মুড়ে বসে প্রণাম করেন৷ চেয়ে নেন আশীর্বাদ৷ সে সময় অবশ্য চুলহা বাবার হাতে ছিল জ্বলন্ত বিড়ি৷
advertisement
আরও পড়ুন : স্ট্রেচারে শুয়ে তাজমহল দেখলেন ৮৫ বছর বয়সি বৃদ্ধা, মায়ের জীবনভরের স্বপ্ন পূর্ণ করলেন ছেলে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে চুলহা বাবার ভিডিও৷ দেড় লক্ষের বেশি ভিউজ পেয়েছে৷ নেটিজেনরা মন্তব্যে তুলে ধরেছেন তাঁদের মতামত৷ কোনও নেটিজেন লিখেছেন তাঁর কাছে চুলহা বাবার থেকেও ভয়ঙ্কর হল যাঁরা ওই তথাকথিত গুরুর সামনে প্রণাম করেছন৷
অনেক নেটিজেনেরই ধারণা, চুলহা বাবার আধ্যাত্মিক ক্ষমতা সন্দেহের ঊর্ধ্বে নয়৷ নেটিজেনদের একাংশের মত, চুলহা বাবা কোনওভাবে আমাদের জীবন পাল্টাতে পারেন না৷ আমাদের জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা আছে নিজেদের হাতেই৷
