ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে জানান হয়েছে, পঞ্জাবের গ্যাংস্টাররা বিদেশ থেকেই খালিস্তানি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে সাহায্য করছে৷ সতর্কতাবার্তায় জানান হয়েছ, গ্যাংস্টাররা হরিয়ানা, দিল্লি–ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (NCR), উত্তরপ্রদেশ ও রাজস্থানে সক্রিয় রয়েছে এবং ধীরে ধীরে খালিস্তানি সন্ত্রাসী উপাদানগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করছে।
আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
advertisement
২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের আগে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, নর্থ ডিস্ট্রিক্ট পুলিশ ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকায় একাধিক ‘সিমুলেটেড মক ড্রিল’ পরিচালনা করেছে। নিরাপত্তার প্রস্তুতি ঠিক কতটা, তা যাচাই করতেই এই মক ড্রিল গুলি করা হয়েছে৷ ২০২৬ সালের জানুয়ারির শুরুতে উত্তর দিল্লির একাধিক সংবেদনশীল স্থানে প্রায় চারটি মক ড্রিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল লালকেল্লা, আইএসবিটি কাশ্মীরি গেট, চাঁদনি চক, খারি বাওলি, সদর বাজার এবং বিভিন্ন মেট্রো স্টেশন এলাকা।
এই মহড়াগুলির উদ্দেশ্য ছিল সন্ত্রাসবিরোধী ব্যবস্থাকে আরও জোরদার করা এবং সম্ভাব্য সন্ত্রাসমূলক ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সতর্ক ও সচেতন করা। বিশেষত প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আরও আঁটোসাঁটো করা হবে নিরাপত্তার বেড়াজাল৷
