আগ্রা : মায়ের ইচ্ছে একবার তাজমহল দর্শনের৷ অবশেষে ৮৫ বছর বয়সি বৃদ্ধার সেই ইচ্ছে পূর্ণ করলেন তাঁর সন্তান৷ অশীতিপরকে নিয়ে গেলেন প্রেমের স্মারকের সামনে৷ তাজমহলের সামনে স্ট্রেচারে শুয়ে থাকলেন শয্যাশায়ী বৃদ্ধা৷ তাঁর সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ট্যুইটারে ছবিটি পোস্ট করেছেন প্রিয়া সিং৷ ছবিটি দেখে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে বৃদ্ধার তাজমহল দর্শন৷
মায়ের বিশেষ ইচ্ছে পূর্ণ করার জন্য গুজরাত থেকে আগ্রায় এনেছেন বৃদ্ধার ছেলে৷ ছবিতে ধরা পড়েছে যুবকের মুখে তৃপ্তির প্রশান্তি এবং মায়ের চোখে মুখে অনাবিল আনন্দ৷ প্রয়াত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল আজ ইউনেস্কোর হেরিটেজ সাইট৷ প্রতি বছর লক্ষাধিক পর্যটক দেখতে আসেন এই প্রণয়সৌধ৷
85 साल की मां की दिली इच्छा थी, ताजमहल घूमने की… बेटा गुजरात से आगरा ले आया. स्ट्रेचर पर बुजुर्ग मां की तस्वीर है. pic.twitter.com/hh2vSfg9yR
— Priya singh (@priyarajputlive) March 21, 2023
আরও পড়ুন : দাবিদারহীন দুই পরিত্যক্ত শিশুকন্যা অবশেষে পেল যত্নের ঠিকানা
গুজরাতের ওই বৃদ্ধার জীবনভর ইচ্ছে ছিল তিনি তাজমহল দেখবেন৷ অবশেষে ৮৫ টি বসন্ত পেরিয়ে তাঁর স্বপ্ন পূ্র্ণ করলেন সন্তান৷ এই ঘটনা পারিবারিক বন্ধনেরও স্মারক৷ ভাইরাল এই ছবি বলছে স্বপ্ন পূর্ণ করার কোনও নির্দিষ্ট বয়স হয় না৷ স্বপ্নকে হাতের মুঠোয় ধরার জন্য বয়স একটা সংখ্যামাত্র৷ মা এবং সন্তানের মধ্যে শাশ্বত সম্পর্ককে তুলে ধরেছে এই ছবি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।