হোম /খবর /দেশ /
স্ট্রেচারে শুয়ে তাজমহল দর্শন ৮৫ বছরের বৃদ্ধার, মায়ের স্বপ্ন পূর্ণ করলেন ছেলে

Viral: স্ট্রেচারে শুয়ে তাজমহল দেখলেন ৮৫ বছর বয়সি বৃদ্ধা, মায়ের জীবনভরের স্বপ্ন পূর্ণ করলেন ছেলে

৮৫ বছর বয়সি বৃদ্ধার সেই ইচ্ছে পূর্ণ করলেন তাঁর সন্তান

৮৫ বছর বয়সি বৃদ্ধার সেই ইচ্ছে পূর্ণ করলেন তাঁর সন্তান

Viral:সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে বৃদ্ধার তাজমহল দর্শন

  • Share this:

আগ্রা : মায়ের ইচ্ছে একবার তাজমহল দর্শনের৷ অবশেষে ৮৫ বছর বয়সি বৃদ্ধার সেই ইচ্ছে পূর্ণ করলেন তাঁর সন্তান৷ অশীতিপরকে নিয়ে গেলেন প্রেমের স্মারকের সামনে৷ তাজমহলের সামনে স্ট্রেচারে শুয়ে থাকলেন শয্যাশায়ী বৃদ্ধা৷ তাঁর সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ট্যুইটারে ছবিটি পোস্ট করেছেন প্রিয়া সিং৷ ছবিটি দেখে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে বৃদ্ধার তাজমহল দর্শন৷

মায়ের বিশেষ ইচ্ছে পূর্ণ করার জন্য গুজরাত থেকে আগ্রায় এনেছেন বৃদ্ধার ছেলে৷ ছবিতে ধরা পড়েছে যুবকের মুখে তৃপ্তির প্রশান্তি এবং মায়ের চোখে মুখে অনাবিল আনন্দ৷ প্রয়াত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল আজ ইউনেস্কোর হেরিটেজ সাইট৷ প্রতি বছর লক্ষাধিক পর্যটক দেখতে আসেন এই প্রণয়সৌধ৷

আরও পড়ুন :  তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও

আরও পড়ুন :  দাবিদারহীন দুই পরিত্যক্ত শিশুকন্যা অবশেষে পেল যত্নের ঠিকানা

গুজরাতের ওই বৃদ্ধার জীবনভর ইচ্ছে ছিল তিনি তাজমহল দেখবেন৷ অবশেষে ৮৫ টি বসন্ত পেরিয়ে তাঁর স্বপ্ন পূ্র্ণ করলেন সন্তান৷ এই ঘটনা পারিবারিক বন্ধনেরও স্মারক৷ ভাইরাল এই ছবি বলছে স্বপ্ন পূর্ণ করার কোনও নির্দিষ্ট বয়স হয় না৷ স্বপ্নকে হাতের মুঠোয় ধরার জন্য বয়স একটা সংখ্যামাত্র৷ মা এবং সন্তানের মধ্যে শাশ্বত সম্পর্ককে তুলে ধরেছে এই ছবি৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Tajmahal, Viral