TRENDING:

Child Death News: সৎ বাবার ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে সময় দিতে পারতেন না, রাগে ৪ বছরের শিশুকে চরম শিক্ষা! সমুদ্রে ফেলা হয় দেহ...

Last Updated:

Child Death News: মুম্বইয়ের আন্তোপ হিল এলাকা থেকে নিখোঁজ হওয়া এক ৪ বছরের শিশুকন্যার দেহ উদ্ধার হল সাসুন ডক থেকে। তদন্তে উঠে এসেছে, সৎ পিতা রাগের মাথায় শিশুকে হত্যা করে আরব সাগরে ফেলে দেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুম্বইয়ের সাসুন ডকে এক ৪ বছরের শিশুকন্যার দেহ ভেসে ওঠে মঙ্গলবার সকালে। পুলিশ যখন দেহ উদ্ধার করে, তখনও কেউ ভাবেনি এতোটা নির্মম একটি ঘটনা লুকিয়ে আছে এর পেছনে। তবে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পায় এক হৃদয়বিদারক সত্য।
Child Death News: সৎ বাবার ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে সময় দিতে পারতেন না, রাগে ৪ বছরের শিশুকে চরম শিক্ষা! সমুদ্রে ফেলা হয় দেহ...
Child Death News: সৎ বাবার ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে সময় দিতে পারতেন না, রাগে ৪ বছরের শিশুকে চরম শিক্ষা! সমুদ্রে ফেলা হয় দেহ...
advertisement

শিশুটি কয়েকদিন আগে আন্তোপ হিল এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। শিশুর মা নাজিয়া, একজন গৃহপরিচারিকা, এবং সৎপিতা ইমরান শেখ থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। পুলিশ প্রথমে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে। কিন্তু এরপর তদন্তে ধীরে ধীরে উঠে আসে সন্দেহজনক তথ্য।

আরও পড়ুন: ৫ বছরে ৬৫টি ইন-ফ্লাইট ইঞ্জিন বন্ধ, ১৭ মাসে ১১টি ‘মে-ডে’ কল! ভারতে বিমান চলাচলের আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ্যে…

advertisement

পুলিশ আন্তোপ হিল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, শিশুটিকে শেষবার দেখা গেছে ইমরান শেখের সঙ্গে। এখান থেকেই পুলিশ তার গতিবিধির উপর নজর রাখে। সন্দেহ আরও ঘনীভূত হয়।

শেষপর্যন্ত যখন শিশুর দেহ সাসুন ডকে উদ্ধার হয়, তখন ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জেরা চলাকালীন সে নিজের অপরাধ স্বীকার করে।

advertisement

আরও পড়ুন: ‘এটাই আমার ISS থেকে শেষ কল… আমি ফিরছি, খুব তাড়াতাড়ি…!’ মহাকাশ থেকে শেষ ফোনে কী কী বললেন শুভাংশু শুক্লা জানুন…

পুলিশ সূত্রে জানা যায়, ইমরান স্বীকার করেছে যে, স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাতে তার সৎকন্যার উপস্থিতি বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এক রাতে, শিশুটি মোবাইল ফোনে খেলা করছিল এবং সেই আচরণে সে আরও রেগে যায়। রাগের মাথায় সে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে গোপনে আরব সাগরে দেহ ফেলে দেয়।

advertisement

এই বীভৎস অপরাধের পর ইমরান শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনা মুম্বই শহরে চরম আলোড়ন সৃষ্টি করেছে। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ পরিণতি সমাজকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করাল — যখন ঘরই আর নিরাপদ নয়, তখন শিশুরা কোথায় যাবে?

বাংলা খবর/ খবর/দেশ/
Child Death News: সৎ বাবার ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে সময় দিতে পারতেন না, রাগে ৪ বছরের শিশুকে চরম শিক্ষা! সমুদ্রে ফেলা হয় দেহ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল