India Flight Accident Report: ৫ বছরে ৬৫টি ইন-ফ্লাইট ইঞ্জিন বন্ধ, ১৭ মাসে ১১টি ‘মে-ডে’ কল! ভারতে বিমান চলাচলের আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ্যে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
India Flight Accident Report: ভারতে গত পাঁচ বছরে ৬৫টি বিমানের ইন-ফ্লাইট ইঞ্জিন বন্ধ হওয়া এবং ১৭ মাসে ১১টি ‘মে-ডে’ কল দেওয়ার ঘটনা ঘটেছে। ডিজিসিএ এইসব তথ্য প্রকাশ করে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি ও জ্বালানি সমস্যাই মূলত এসব ঘটনার কারণ, বিস্তারিত জানুন...
ভারতের আকাশে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এক রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে ৬৫টি ইন-ফ্লাইট ইঞ্জিন শাটডাউনের ঘটনা ঘটেছে এবং গত ১৭ মাসে ১১টি ‘মে-ডে’ কল দেওয়া হয়েছে। এই তথ্য ‘রাইট টু ইনফরমেশন’ (RTI) আইনের আওতায় টাইমস অফ ইন্ডিয়া ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র কাছ থেকে সংগ্রহ করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোমবার ডিজিসিএ দেশের সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে, তারা যেন নিজেদের বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানে ফুয়েল সুইচ লকিং সিস্টেম পরীক্ষা করে। বর্তমানে ভারতীয় সংস্থাগুলির হাতে ১৫০টির বেশি বোয়িং ৭৩৭ ও ৭৮৭ রয়েছে, যার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার, স্পাইসজেট ও ইন্ডিগো।