Shubhanshu Shukla Space Journey: 'এটাই আমার ISS থেকে শেষ কল… আমি ফিরছি, খুব তাড়াতাড়ি...!' মহাকাশ থেকে শেষ ফোনে কী কী বললেন শুভাংশু শুক্লা জানুন...

Last Updated:
Shubhanshu Shukla Space Journey: ১৪ দিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রার শেষে আইএসএস থেকে পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর আবেগঘন বিদায় বার্তা—“যদি আমরা দৃঢ় সংকল্প করি, তবে তারা-ও ছোঁয়া সম্ভব”, বিস্তারিত জানুন...
1/10
ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং আরও তিনজন অ্যাক্সিয়ম-৪ মিশনের মহাকাশচারী ১৪ দিনের ঐতিহাসিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অভিযান শেষ করে আজ পৃথিবীতে ফিরেছেন।
ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং আরও তিনজন অ্যাক্সিয়ম-৪ মিশনের মহাকাশচারী ১৪ দিনের ঐতিহাসিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অভিযান শেষ করে আজ পৃথিবীতে ফিরেছেন।
advertisement
2/10
এই মিশনের মাধ্যমে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণাই নয়, ভারতীয় গর্ব এবং অনুপ্রেরণারও এক উজ্জ্বল অধ্যায় রচনা করলেন শুভাংশু। তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা পাইলট যিনি বেসরকারি মহাকাশ অভিযানে মহাকাশে পাড়ি দেন এবং রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান।
এই মিশনের মাধ্যমে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণাই নয়, ভারতীয় গর্ব এবং অনুপ্রেরণারও এক উজ্জ্বল অধ্যায় রচনা করলেন শুভাংশু। তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা পাইলট যিনি বেসরকারি মহাকাশ অভিযানে মহাকাশে পাড়ি দেন এবং রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান।
advertisement
3/10
ISS-এ পৌঁছেই ২৫ জুন তিনি বলেছিলেন, “এটা একটা অসাধারণ যাত্রা, যা আরও বিশেষ হয়ে উঠেছে এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের জন্য।” মহাকাশ থেকে ভারতকে দেখে তিনি অভিভূত হয়ে বলেন, “ভারত মহাকাশ থেকে আরও বড় ও দুরন্ত দেখায়।”
ISS-এ পৌঁছেই ২৫ জুন তিনি বলেছিলেন, “এটা একটা অসাধারণ যাত্রা, যা আরও বিশেষ হয়ে উঠেছে এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের জন্য।” মহাকাশ থেকে ভারতকে দেখে তিনি অভিভূত হয়ে বলেন, “ভারত মহাকাশ থেকে আরও বড় ও দুরন্ত দেখায়।”
advertisement
4/10
শুভাংশু বলছিলেন, “আমি যখন আইএসএসে রওনা দিলাম, তখন আমার কাঁধে ভারতের তেরঙ্গা ছিল। সেই সময় মনে হয়েছিল, আমি একা নই, আমার সঙ্গে পুরো দেশ রয়েছে।”
শুভাংশু বলছিলেন, “আমি যখন আইএসএসে রওনা দিলাম, তখন আমার কাঁধে ভারতের তেরঙ্গা ছিল। সেই সময় মনে হয়েছিল, আমি একা নই, আমার সঙ্গে পুরো দেশ রয়েছে।”
advertisement
5/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “আমরা ঘণ্টায় ২৮,০০০ কিমি বেগে চলছি… যেমনভাবে আজকের ভারতও এগিয়ে চলেছে দ্রুত গতিতে।” তাঁর এই উক্তি ছিল দেশের প্রগতির প্রতিচ্ছবি এবং একটি আত্মবিশ্বাসী ভারতের মহাকাশে উপস্থিতির বার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “আমরা ঘণ্টায় ২৮,০০০ কিমি বেগে চলছি… যেমনভাবে আজকের ভারতও এগিয়ে চলেছে দ্রুত গতিতে।” তাঁর এই উক্তি ছিল দেশের প্রগতির প্রতিচ্ছবি এবং একটি আত্মবিশ্বাসী ভারতের মহাকাশে উপস্থিতির বার্তা।
advertisement
6/10
শূন্য মাধ্যাকর্ষণে কাটানো মুহূর্ত নিয়ে হালকা মেজাজে তিনি বলেন, “ঘুমাচ্ছি বেশ… ভিউ দারুণ,” তিনি হাসতে হাসতে জানান, “এখানে মেঝে-ছাদ বলে কিছু নেই। কেউ দেয়ালে, কেউ ছাদে ঘুমাচ্ছে!”
শূন্য মাধ্যাকর্ষণে কাটানো মুহূর্ত নিয়ে হালকা মেজাজে তিনি বলেন, “ঘুমাচ্ছি বেশ… ভিউ দারুণ,” তিনি হাসতে হাসতে জানান, “এখানে মেঝে-ছাদ বলে কিছু নেই। কেউ দেয়ালে, কেউ ছাদে ঘুমাচ্ছে!”
advertisement
7/10
এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “যদি নিজেকে বেঁধে না রাখি, তবে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে ঘুম থেকে উঠতে পারি।” তিনি আরও জানান, মহাকাশে তারা প্রি-প্যাকড খাবার খান, তবে ভারতীয় খাবারের স্বাদ পেতে তিনি সঙ্গে নিয়েছিলেন ‘গাজরের হালুয়া’ এবং ‘আম রস’।
এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “যদি নিজেকে বেঁধে না রাখি, তবে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে ঘুম থেকে উঠতে পারি।” তিনি আরও জানান, মহাকাশে তারা প্রি-প্যাকড খাবার খান, তবে ভারতীয় খাবারের স্বাদ পেতে তিনি সঙ্গে নিয়েছিলেন ‘গাজরের হালুয়া’ এবং ‘আম রস’।
advertisement
8/10
একসময় মহাকাশে জলের মজার আচরণ দেখাতে গিয়ে নিজেকে বলেছিলেন “ওয়াটার বেন্ডার”। তিনি জলের এক ঝকঝকে বল ভাসিয়ে তুলে ক্যামেরার সামনে এনে বলেন, “আমি মহাকাশে জল নিয়ন্ত্রণ করছি।”
একসময় মহাকাশে জলের মজার আচরণ দেখাতে গিয়ে নিজেকে বলেছিলেন “ওয়াটার বেন্ডার”। তিনি জলের এক ঝকঝকে বল ভাসিয়ে তুলে ক্যামেরার সামনে এনে বলেন, “আমি মহাকাশে জল নিয়ন্ত্রণ করছি।”
advertisement
9/10
ISS ত্যাগ করার আগে শুভাংশুর আবেগঘন বার্তা ছিল: “আমি নিশ্চিত, যদি আমরা সংকল্প নিই, তবে তারা ছোঁয়া সম্ভব। আজকের ভারতকে মহাকাশ থেকেও উচ্চাকাঙ্ক্ষী দেখায়… এবং আজও ‘সারে জাঁহা সে আচ্ছা’।”
ISS ত্যাগ করার আগে শুভাংশুর আবেগঘন বার্তা ছিল: “আমি নিশ্চিত, যদি আমরা সংকল্প নিই, তবে তারা ছোঁয়া সম্ভব। আজকের ভারতকে মহাকাশ থেকেও উচ্চাকাঙ্ক্ষী দেখায়… এবং আজও ‘সারে জাঁহা সে আচ্ছা’।”
advertisement
10/10
তিনি শেষ মুহূর্তে বলেন, “এটাই আমার ISS থেকে শেষ কল… আমি ফিরছি, খুব তাড়াতাড়ি দেখা হবে।” তাঁর এই যাত্রা শেষ হলেও, তাঁর কথাগুলো আজীবন দেশের মানুষের হৃদয়ে ঘুরপাক খাবে।
তিনি শেষ মুহূর্তে বলেন, “এটাই আমার ISS থেকে শেষ কল… আমি ফিরছি, খুব তাড়াতাড়ি দেখা হবে।” তাঁর এই যাত্রা শেষ হলেও, তাঁর কথাগুলো আজীবন দেশের মানুষের হৃদয়ে ঘুরপাক খাবে।
advertisement
advertisement
advertisement