TRENDING:

Budget Session 2025: তৃতীয় বারের মেয়াদে মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, মোদির মুখে 'বিকশিত ভারত' দ্রৌপদীর গলায় 'এক দেশ এক নির্বাচন'

Last Updated:

Parliament Budget Session 2025: নরেন্দ্র মোদি তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। ঠিক তার আগে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। ঠিক তার আগে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাজেট শুরুর আগে কী বললেন মোদি? ছবি- সমাজমাধ্যম
বাজেট শুরুর আগে কী বললেন মোদি? ছবি- সমাজমাধ্যম
advertisement

এইদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “মানুষ আমাদের তৃতীয়বার আশীর্বাদ দেওয়ার পর এটাই আমাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।”

বাজেট শুরুর আগে দেশবাসীকে ইনোভেশন, ইনক্লুশন, ইনভেস্টমেন্ট এই তিন বিষয়ের কথা বলেন মোদি।

তৃতীয়বার বাজেটের আগে মোদি জানান, মিশন মোডে দেশের সার্বিক বিকাশের জন্য সরকার কাজ করবে। এছাড়াও নারীশক্তি এবং নারী সশক্তিকরণের পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

এরপরেই তাৎপর্যপূর্ণভাবে তিনি টেনে আনেন কেন্দ্র-রাজ্যের কথা। তিনি বলেন, “কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে আমরা ট্রান্সফরমেশন দেখতে পারব।”

কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates

দেশের যুবকদের জন্য মোদির বার্তা, “আজকে যারা যুবক রয়েছেন, তাঁরা যখন ৪৫ বছরে পৌঁছবেন তখন বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধা পাবেন।”

আরও পড়ুন: পরিশ্রম করুন, কম তেল খান, তরুণ প্রজন্মকে স্লিমিং টিপস খোদ প্রধানমন্ত্রীর, কী বললেন তিনি

advertisement

এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমার তৃতীয় বারের মেয়াদে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। জোর কণ্ঠে বলতে পারি যে, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যও পূর্ণ হবে। বিশেষ করে নারীশক্তিই এবং নারীশক্তির উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। গুরুত্বের বিচারে দ্বিতীয় স্থানে থাকবে সংস্কার, পরিবর্তন।’’

একই সঙ্গে দলের যুব সাংসদের প্রতি বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “দেশের যুব সাংসদদের যতটা যোগদান বাড়াবেন, তত তাঁরা বিকশিত ভারতের ফল নিজেদের চোখে দেখতে পারবেন।”

advertisement

এইদিন মোদি কথায় উঠে আসে বিদেশি শক্তির উস্কানি প্রসঙ্গ। তিনি বলেন, “২০১৪ সালের পর এবার প্রথম অধিবেশন যার এক দুদিন আগে বিদেশি শক্তির কোনও উস্কানি আসেনি। বিদেশি শক্তির উস্কানিতে হাওয়া দেওয়ার লোকেরও অভাব নেই। তবে সেইরকম কিছুই হয়নি এই বছর।”

আরও পড়ুন: যাতায়াতে বাইক অ্যাপ ভরসা?Ola-Uber-Rapido সব বাইক রাইডে বিরাট বদল!না জানলে বিপদে পড়বেন

advertisement

এছাড়াও, বাজেট অধিবেশেনের আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমেই প্রয়াত প্রাক্তন মনমোহন সিং-কে শ্রদ্ধাঞ্জলি জানান রাষ্ট্রপতি। তাঁর কথায় উঠে আসে আবাস প্রকল্পের কথা। অতিরিক্ত ৩ কোটি ভারতবাসীকে আবাস প্রকল্পে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও, তাঁর কথায় উঠে আসে এক দেশ এক নির্বাচন প্রসঙ্গও।

এ বারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি (শুক্রবার)। দু’দফায় হবে এই অধিবেশন। ১৪ এপ্রিল শেষ হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Get Latest News on কেন্দ্রীয় বাজেট ২০২৫

বাংলা খবর/ খবর/দেশ/
Budget Session 2025: তৃতীয় বারের মেয়াদে মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, মোদির মুখে 'বিকশিত ভারত' দ্রৌপদীর গলায় 'এক দেশ এক নির্বাচন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল