আরও পড়ুন - পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সরাসরি জানিয়ে দিলেন শিবসেনা প্রধান
২০১৯-এর আগে বিজেপি লালুপ্রসাদের আরজেডির সঙ্গে জোট ভেঙে সরকার গঠন করেছিল। সেটা ২০১৭৷ দীর্ঘ বিরতির পর ওই বছরই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। বিজেপিরই এক প্রবীণ নেতা নিউজ ১৮ কে জানিয়েছেন, “পরস্পরবিরোধী রাজনৈতিক মতাদর্শের সঙ্গেরাজনৈতিক জোট স্থায়ী হয় না। নীতিশ কুমার এবং লালু প্রসাদ ২০১৫ সালে বিহারে এটি চেষ্টা করেছিলেন৷ রাজ্য নির্বাচনে জিতেছিলেন৷ কিন্তু নীতীশ কুমার বিজেপিতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই জোট ভেঙে যায়। অনুরূপ ঘটনাই ঘটেছিল ছিল কংগ্রেস এবং এনসিপির সঙ্গে শিবসেনার জোটের ক্ষেত্রে৷“ রাজনীতির অন্দরে কানাঘুষো ছিল যে বিজেপি আবার শিবসেনার সঙ্গে সরকার গঠন করতে পারে৷
advertisement
আরও পড়ুন - উদ্ধবের পদত্যাগের পর কড়া নিরাপত্তা মহারাষ্ট্র জুড়ে , বদল করা হল মুম্বই পুলিশের কমিশনারকে
গতকাল রাতে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে৷ আবেগ তাড়িত উদ্ধব বলেন, “আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে কোনও দুঃখ পাচ্ছি না। আমরা মারাঠিদের জন্য কাজ করেছি, হিন্দুদের জন্য কাজ করেছি। আমরা আস্থা ভোটে সামনে দাঁড়াতে চাই না। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি আমি বিধান পরিষদের পর থেকেও আমি ইস্তফা দিচ্ছি। শিবসেনাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।“ইস্তফাপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আদিত্য ঠাকরেও। তিনি রাজভবনে গিয়ে রাতেই ইস্তফাপত্র জমা দেন তিনি।