যোগী আদিত্যনাথ নিউজ 18-কে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অগাধ বিশ্বাস দেখিয়েছে উত্তরপ্রদেশ। আমি নিশ্চিত যে বিজেপি উত্তর প্রদেশে ৩০০ আসন অতিক্রম করবে। ‘ডাবল ইঞ্জিন’ সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে, কারণ এই সরকারের সময়কালে নারী, শিশু সহ সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছে। ভারতীয় জনতা পার্টির ‘ডাবল ইঞ্জিন’ সরকার এবার ৩০০ আসন পাবে, এতে কোন সন্দেহই নেই। এবারের নির্বাচন ৮০:২০ শতাংশের একটি প্রতিযোগিতা। বিজেপি ৮০% আসন পাবে এবং অন্যান্য দলগুলি ২০% পাবে।"
advertisement
আরও পড়ুন: সপার প্রতি সৌজন্যবোধ! অখিলেশের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস
নেটওয়ার্ক 18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশি যোগী আদিত্যনাথকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কেন গোরক্ষপুরকেই বেছে নিলেন, যখন উত্তর প্রদেশের অন্যান্য শহরগুলির কথাও বলা হচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর জবাব, “আমি গোরক্ষপুরের অপরিচিত নই। বিজেপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু একটি নির্বাচনী এলাকার প্রার্থী বাছাই করার সময় দলকে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। আমার প্রথম বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর থেকে আমাকে বেছে নেওয়ার জন্য আমি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ।”
আরও পড়ুন: "পুরনো জিনিস নতুন মোড়কে"! রাহুলের সঙ্গে তুলনা করে অখিলেশ-জয়ন্তর জোটকে কটাক্ষ যোগীর
সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদব সম্পর্কে কথা বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “আমরা জাতীয়তাবাদের কথা বলি, আর ওরা (সমাজবাদী পার্টি) জাত নিয়ে কথা বলে। আমরা উন্নয়নের পক্ষে থাকি, আর ওরা পরিবারের পক্ষে থাকে। ওরা নিজেদের ‘সমাজবাদী’ বলে ডাকতে পারে, কিন্তু আসলে ‘পরিবারবাদী’ এবং ‘ডাঙ্গাবাদীদের’ মত মনে করে।”