UP Assembly Election 2022: "পুরনো জিনিস নতুন মোড়কে"! রাহুলের সঙ্গে তুলনা করে অখিলেশ-জয়ন্তর জোটকে কটাক্ষ যোগীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Yogi Adityanath attacks SP-RLD: “মুজাফফরনগর দাঙ্গায়, লখনউয়ের ছেলে (অখিলেশ) খুন করাচ্ছিল, আর দিল্লির ছেলে (রাহুল গান্ধি) দাঙ্গাকারীদের সমর্থন করছিল। জিনিস একই, কেবল মোড়কটা নতুন,” বলেন যোগী।
#উত্তরপ্রদেশ: এবার জোটসঙ্গীদের টেনে অখিলেশ যাদবকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। গত নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের জোট এবং গত বছরের ডিসেম্বরে ঘোষিত এসপি-আরএলডি (SP-RLD Alliance) জোটকে তীব্র আক্রমণ করে ভোটের হাওয়া গরম করেছেন যোগী। আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে অখিলেশের সমীকরণের তুলনা করে যোগী জানান, এরা আসলে নতুন মোড়কে পুরানো প্রশাসনই (UP Assembly Election 2022) দিতে চলেছেন।
#WATCH Like this pair of 2 boys (Akhilesh-Jayant) a similar jodi had come up in 2017, 2014.People showed these boys from Lucknow, Delhi they're not worthy. In Muzaffarnagar riots, Lucknow boy (Akhilesh) was getting murders done while Delhi boy(Rahul Gandhi)supported rioters:UP CM pic.twitter.com/pbFNbxgTjy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 2, 2022
advertisement
advertisement
“এই দুই ছেলের (অখিলেশ যাদব এবং জয়ন্ত চৌধুরী) জুটির মতো ২০১৪ এবং ২০১৭ সালেও একটি জুটি উঠে এসেছিল। কিন্তু জনগণ লখনউ এবং দিল্লির ছেলেদের দেখিয়ে দিয়েছিল যে তারা যোগ্যই নয়,” বলেন আদিত্যনাথ।
“মুজাফফরনগর দাঙ্গায়, লখনউয়ের ছেলে (অখিলেশ) খুন করাচ্ছিল, আর দিল্লির ছেলে (রাহুল গান্ধি) দাঙ্গাকারীদের সমর্থন করছিল। জিনিস একই, কেবল মোড়কটা নতুন,” বলেন যোগী।
advertisement
দিন কয়েক আগে, মুজাফফরনগরে জয়ন্ত চৌধুরীর সঙ্গে প্রচার (UP Assembly Election 2022) করতে যাওয়ার কথা ছিল অখিলেশের। কিন্তু সফরে বিলম্ব করিয়ে দেওয়ার জন্য বিজেপিকে অভিযুক্ত করেন অখিলেশ। এসপি প্রধান জানিয়েছিলেন তাঁর হেলিকপ্টারকে সময়মতো রওনা দিতে দেওয়া হয়নি।
গত সপ্তাহেই যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদবকে পাকিস্তানের সমর্থক এবং ‘জিন্নার উপাসক’ বলে অভিহিত করেন। “ওরা জিন্নার উপাসক, আমরা সর্দার প্যাটেলের উপাসক। ওদের প্রিয় পাকিস্তান, আর আমরা ভারত মাতার জন্য আমাদের জীবন উৎসর্গ করি,” কোনও নাম না করে একটি হিন্দি ট্যুইটে লিখেছিলেন যোগী আদিত্যনাথ।
advertisement
যোগীর বক্তব্য ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনটি (Uttar Pradesh Assembly Poll 2022) ৮০ বনাম ২০-র এবং এই ৮০ শতাংশ ভোটার বিজেপির সঙ্গেই রয়েছে। এর আগে আদিত্যনাথ অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদবকে ‘আব্বাজান’ বলে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Poll 2022) যত ঘনিয়ে আসবে রাজনৈতিক নেতাদের ভাষার মেরুকরণ আরও স্পষ্ট হবেই।
advertisement
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022) সাত দফায় আয়োজিত হবে। ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ ও ৭ মার্চ ভোটগ্রহণ হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 9:34 PM IST