TRENDING:

Delhi IAS Coaching Centre: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

Delhi IAS coaching center: দিল্লির রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারের জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে তিন ইউপিএসি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি মুখপাত্র শেহজাদা পুনাওয়ালা এই ঘটনার জন্য আপ সরকারকে সরাসরি দায়ী করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দিল্লির রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারের জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে তিন ইউপিএসি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি মুখপাত্র শেহজাদা পুনাওয়ালা এই ঘটনার জন্য আপ সরকারকে সরাসরি দায়ী করেন৷
ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা
ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা
advertisement

প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷

আরও পড়ুন: বেঙ্গালুরু হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত, হত্যার কারণ প্রেমঘটিত নাকি অন্য কিছু?

এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷ এই পরিপ্রেক্ষিতেই শেহজাদা পুনাওয়ালা তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‘ এটা দুর্ঘটনা নয়, ওদের হত্যা করা হয়েছে৷ শুধুমাত্র অবহেলার কারণে তিনজন পড়ুয়ার  প্রাণ গেল৷’’

advertisement

তিনি জানিয়েছেন এই ঘটনা এই প্রথম নয়, আগেও একই রকম ঘটনা ঘটেছে৷ প্যাটেল নগরে আরেক জন ইউপিএসসি পড়ুয়া জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন৷ পুনাওয়ালা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন৷

আরও পড়ুন: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন

advertisement

তিনি সরাসরি আপ প্রশসনকে দায়ী করে লিখেছেন, ‘‘বারবার এই রকম মৃত্যু ঘটছে, মানুষের জীবনের কি কোনও মূল্য নেই? অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির একমাত্র অগ্রাধিকার সাংবাদিক সম্মেলন করা আর অন্যকে দায়ী করা৷’’

ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণেই এই ধরনের ঘটনা হয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এক ঘণ্টার জন্য বৃষ্টি না হলেও দিল্লি প্লাবিত হয়৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনায় কংগ্রেসের শীর্ষনেতাদের নিস্তব্ধতাকেও তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘‘তাঁরা দেশের ভবিষ্যতদের নিয়ে কোনওদিন চিন্তা করে না’৷ ইউপিএসসির মতো দেশের শীর্ষপরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের দুর্ঘটনাও রাজনীতির আঁচ এড়াতে পারল না৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi IAS Coaching Centre: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল