Bengaluru murder case: বেঙ্গালুরু হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত, হত্যার কারণ প্রেমঘটিত নাকি অন্য কিছু?

Last Updated:

Bengaluru murder case: এই ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্গালুরু পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেন৷ ভোপাল থেকে আটক করে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু আনা হচ্ছে৷ বিচারে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷

ব্যাঙ্গালুরুর পিজিতে হত্যার দৃশ্য সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়৷(Image: X/@BellamSwathi)
ব্যাঙ্গালুরুর পিজিতে হত্যার দৃশ্য সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়৷(Image: X/@BellamSwathi)
বেঙ্গালুরু: মঙ্গলবার, গভীর রাতে বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় এক পিজিতে কৃতি কুমারি নামে এক নির্যাতিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে৷
এই ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরুর পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেন৷ ভোপাল থেকে আটক করে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ব্যাঙ্গালুরু আনা হচ্ছে৷ বিচারে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷
advertisement
সিসিটিভি ফুটেজে এই অভিযুক্তকে পিজিতে প্রবেশ করতে দেখা গিয়েছিল৷ তারপর সে দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢোকে, গলা কেটে মহিলাকে গলা কেটে হত্যা করে৷ মহিলাটি তখন সাহায্যের জন্য চিৎকারও করেছিল৷ ফুটেজ অনুযায়ী ঘটনাটি ১১: ১০ থেকে ১১: ৩০ টার মধ্যে ঘটেছিল৷
advertisement
এই নৃশংস হত্যাকান্ডের কারণ নিয়ে পুলিশের শীর্ষকর্তারা এখনও কোনও স্পষ্ট বিবৃতি দেন নি৷ বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমরা এখনও কারণ সম্বন্ধে সবটা জানি না৷ আগে আমরা অভিযুক্তকে আনি৷ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবে জানা যাবে৷’’
advertisement
যদিও সূত্রের দাবী সম্পর্কজনিত কারণেই এই নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru murder case: বেঙ্গালুরু হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত, হত্যার কারণ প্রেমঘটিত নাকি অন্য কিছু?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement