TRENDING:

BJP corporator Death: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

Last Updated:

BJP corporator Death: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তানদের শারীরিক পরিস্থিতি নিয়ে খুবই মানসিক চাপে ছিলেন বাবা-মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: বিজেপির প্রাক্তন কর্পোরেটর ও তাঁর স্ত্রীর মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সঞ্জীব মিশ্র ও তাঁর স্ত্রী নীলম আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। আত্মহত্যার আগে তাঁরা নিজেদের দুই পুত্রসন্তানকে খুন করেছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলায়।
সঞ্জীব মিশ্র
সঞ্জীব মিশ্র
advertisement

মৃত সঞ্জীব মিশ্রের বয়স ৪৫, স্ত্রী নীলমের বয়স ৪২ ও তাঁদের দুই সন্তান আনমোল ১৩ ও সার্থক ৭ বছরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তানদের শারীরিক পরিস্থিতি নিয়ে খুবই মানসিক চাপে ছিলেন বাবা-মা। আত্মঘাতী হওয়ার আগে ট্যুইটারে সেই মানসিক পরিস্থিতির কথাও লিখেছিলেন বিজেপি কর্পোরেটর সঞ্জীব মিশ্র।

আরও পড়ুন: সামনেই মাধ্যমিক, অঙ্কে দুর্দান্ত রেজাল্ট করতে টিপস দিলেন রামকৃষ্ণ মিশনের শিক্ষক

advertisement

তিনি লিখেছেন, 'ঈশ্বর যেন শত্রুদের সন্তানকেও রোগভোগ না দেন... আমি সন্তানদের বাঁচাতে পারলাম না, আমি আর বাঁচতে চাই না।' বিদিশা এলাকার পুলিশ স্টেশনে এই ঘটনার পরই একটি মামলা রুজু করা হয়েছে। বাড়ির দরজা ভেঙে চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

দুই সন্তানই মাসকুলার ডিসট্রফি নামে এক ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। এতে শরীরের নীচের অংশ থেকে মাংসপেশি অকেজো হতে শুরু করে। মাসকুলার ডিসট্রফির মতো মারণ রোগের কোনও ওষুধ এখনও সে ভাবে নেই। একদিন হয়তো হৃদযন্ত্রের মাংসপেশিও কাজ করা বন্ধ করে দেয়। সব কিছু জেনেও কিছু করার থাকে না।

বাংলা খবর/ খবর/দেশ/
BJP corporator Death: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল