ঘড়ির কাঁটায় বেলা ১১টা ৷ কোপাই স্টেশন ছেড়ে এগোতে শুরু করেছে বারাণসী-শিয়ালদা এক্সপ্রেস । একটু এগোতেই প্রহরী বিহীন লেভেল ক্রসিং । সেই ক্রসিং দিয়েই পেরোচ্ছিল একটি বাইক । বাইকে তিন আরোহী । হঠাৎই সামনে ট্রেন দেখে চলন্ত বাইক থেকে ঝাঁপ দেন তারা । বাইকটি ধাক্কা মারে চলন্ত ট্রেনে । চালক দেখে ট্রেন থামানোর চেষ্টা করেন । প্রচণ্ড গতিতে থাকায় ট্রেন থামে একটু এগিয়ে গিয়ে । দেখা যায়, চলন্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নীচে ঢুকে গিয়েছে বাইকটি । ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে ততক্ষণে । আগুন দেখেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে বড়সড় কিছু হয়নি। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভায় ।
advertisement
আতঙ্কিত যাত্রীরা অভিযোগ জানিয়েছেন, রেলের বিরুদ্ধে । দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও প্রশ্ন উঠল রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 9:28 PM IST