সোশ্যাল মিডিয়া X-এ লেখা পোস্টে কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, ‘‘যখন আপনি ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেন, বিশেষ করে বিরোধী ভোটার, তখন রেজাল্টের দিন আপনি কী প্রত্যাশা করতে পারেন? খেলা শুরুর আগেই ময়দান একদিকে হেলিয়ে দিলে গণতন্ত্র টিকতে পারে না৷’’
আরও পড়ুন: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা
advertisement
প্রাথমিক আভাস অনুসারে, ইতিমধ্যে এনডিএ শিবির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় আসনে এগিয়ে রয়েছে। সকাল সাড়ে সাড়ে ৯টার হিসাবে এনডিএ এগিয়ে রয়েছে ১৬৫ আসনে। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৭৩ আসনে।
আরও পড়ুন: ৫০০ কিলো লাড্ডু, ৫ লাখ রসগোল্লা! আত্মবিশ্বাসে টইটম্বুর NDA, চলছে বিরাট প্রস্তুতি
প্রাথমিক আভাসে দেখা যাচ্ছে, একক দল হিসাবে বিহারের ভোটে সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তেজস্বীদের RJD। আরজেডি এগিয়ে ৫৬ আসন। ওই সময়ের হিসাবে বিজেপি এগিয়ে আসনে ৫৫ আসনে। নীতীশের JDU এগিয়ে আছে ৪৫ আসনে। অনেকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস। তারা এগিয়ে আছে সাতটি আসনে।
তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অপর বিদায়ী উপমুখমন্ত্রী বিজয় কুমার সিংহও এগিয়ে রয়েছেন লখীসরায় থেকে।
