TRENDING:

Bihar Assembly Election 2025: ‘ভোটের পরে দেখবেন...,’ বিহার নির্বাচনের প্রথম দফাতেই আরজেডি আর কংগ্রেস নিয়ে বড় দাবি মোদির

Last Updated:

এখানেই শেষ নয়, এদিন বিরোধীদের অন্তর্কলহ নিয়ে সরাসরি কটাক্ষ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ তাঁর দাবি, নির্বাচন শেষ হলেই দেখা যাবে আরজেডি এবং কংগ্রেস একে অপরের ‘চুল ছিড়ছেন৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

পটনা: একদিকে যখন বিহারের ১২১টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোটগ্রহণ৷ সেই দিনই বিহারের আরারিয়াতে বিরাট জনসভায় বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিনও আরজেডি-কংগ্রেস সহ বিরোধীদের কড়া সমালোচনা করতে দেখা যায় তাঁকে৷

advertisement

এদিন মোদি অভিযোগ তোলেন, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ‘অনুপ্রবেশকারীদের আড়াল’ করছে এবং ‘মানুষদের অসত্য কথা বলে বিভ্রান্ত করছে’৷ তিনি বলেন, বিরোধীরা দেশে স্বার্থ ভুলে গিয়েঅনুপ্রবেশকারীদের সাহায্য’ করছে৷

advertisement

তিনি বলেন, ‘‘আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশকারীদের সাহায্য করতে ব্যস্ত৷ এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাঁচাতে বিভিন্ন রকম মিথ্যে বলে বেড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক মিছিল বের করছে৷’’

আরও পড়ুন : নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, নয়ডায় চাঞ্চল্যকর ঘটনা

advertisement

এখানেই শেষ নয়, এদিন বিরোধীদের অন্তর্কলহ নিয়ে সরাসরি কটাক্ষ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ তাঁর দাবি, নির্বাচন শেষ হলেই দেখা যাবে আরজেডি এবং কংগ্রেস একে অপরের ‘চুল ছিড়ছেন৷’

সম্প্রতি বিরোধী মহাগঠবন্ধন জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা জোটের উপ মুখ্যমন্ত্রী মুখ মুকেশ সাহানির এক মন্তব্য করেছিলেন৷ জানিয়েছিলেন, আরজেডি-র সময়েই পিছিয়ে পড়া ‘নিষাদ’ জনগোষ্ঠীদের উপরে অত্যাচার চলেছে৷ এদিন সেই কথা উল্লেখ করেন মোদি৷ বিহারের আরারিয়ার সভামঞ্চে দাঁড়িয়ে ভিড়ে ঠাসা সমর্থকদের সামনে প্রধানমন্ত্রী মোদি বলেন, কংগ্রেস আসলে আরজেডি-র বিরুদ্ধে সাহানিকে দাঁড় করিয়ে রেখেছে৷

advertisement

আরও পড়ুন: লালুর মুখে বামঘেঁষা বিখ্যাত নেতার থিওরি! ‘গরম তাওয়ায় রুটি ওল্টানো জরুরি..,’ ভোট দিয়েই দিলেন ছবি

মোদি বলেন, ‘‘কিছুদিন আগেই আমি আরজেডি আর কংগ্রেসের মধ্যে ঝামেলার কথা সবার সামনে ফাঁস করেছি৷ তারপরে যেন এই চাপনউতোর আরও বেড়েছে৷ এখন কংগ্রেস আরজেডির বিরুদ্ধে প্রথমসারিতেই উপ মুখ্যমন্ত্রীর নাম সামনে এনেছে৷ তিনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে তিনি আরজেডির জঙ্গলরাজের বাস্তবতা প্রকাশ করছেন৷ তিনি বলছেন যে জঙ্গলরাজে দলিত, মহাদলিত এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণির উপরে সবচেয়ে বেশি অত্যাচার চালানো হয়েছে৷’’

এরপরেই মোদির দাবি, ‘‘এটা তো সবে শুরু৷ নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করুন৷ এই কংগ্রেস আরজেডির লোকেরা একে অপরের চুল ছিড়বে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ‘ভোটের পরে দেখবেন...,’ বিহার নির্বাচনের প্রথম দফাতেই আরজেডি আর কংগ্রেস নিয়ে বড় দাবি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল