পটনা: একদিকে যখন বিহারের ১২১টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোটগ্রহণ৷ সেই দিনই বিহারের আরারিয়াতে বিরাট জনসভায় বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিনও আরজেডি-কংগ্রেস সহ বিরোধীদের কড়া সমালোচনা করতে দেখা যায় তাঁকে৷
advertisement
এদিন মোদি অভিযোগ তোলেন, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ‘অনুপ্রবেশকারীদের আড়াল’ করছে এবং ‘মানুষদের অসত্য কথা বলে বিভ্রান্ত করছে’৷ তিনি বলেন, বিরোধীরা দেশে স্বার্থ ভুলে গিয়ে ‘অনুপ্রবেশকারীদের সাহায্য’ করছে৷
তিনি বলেন, ‘‘আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশকারীদের সাহায্য করতে ব্যস্ত৷ এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাঁচাতে বিভিন্ন রকম মিথ্যে বলে বেড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক মিছিল বের করছে৷’’
এখানেই শেষ নয়, এদিন বিরোধীদের অন্তর্কলহ নিয়ে সরাসরি কটাক্ষ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ তাঁর দাবি, নির্বাচন শেষ হলেই দেখা যাবে আরজেডি এবং কংগ্রেস একে অপরের ‘চুল ছিড়ছেন৷’
সম্প্রতি বিরোধী মহাগঠবন্ধন জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা জোটের উপ মুখ্যমন্ত্রী মুখ মুকেশ সাহানির এক মন্তব্য করেছিলেন৷ জানিয়েছিলেন, আরজেডি-র সময়েই পিছিয়ে পড়া ‘নিষাদ’ জনগোষ্ঠীদের উপরে অত্যাচার চলেছে৷ এদিন সেই কথা উল্লেখ করেন মোদি৷ বিহারের আরারিয়ার সভামঞ্চে দাঁড়িয়ে ভিড়ে ঠাসা সমর্থকদের সামনে প্রধানমন্ত্রী মোদি বলেন, কংগ্রেস আসলে আরজেডি-র বিরুদ্ধে সাহানিকে দাঁড় করিয়ে রেখেছে৷
মোদি বলেন, ‘‘কিছুদিন আগেই আমি আরজেডি আর কংগ্রেসের মধ্যে ঝামেলার কথা সবার সামনে ফাঁস করেছি৷ তারপরে যেন এই চাপনউতোর আরও বেড়েছে৷ এখন কংগ্রেস আরজেডির বিরুদ্ধে প্রথমসারিতেই উপ মুখ্যমন্ত্রীর নাম সামনে এনেছে৷ তিনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে তিনি আরজেডির জঙ্গলরাজের বাস্তবতা প্রকাশ করছেন৷ তিনি বলছেন যে জঙ্গলরাজে দলিত, মহাদলিত এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণির উপরে সবচেয়ে বেশি অত্যাচার চালানো হয়েছে৷’’
এরপরেই মোদির দাবি, ‘‘এটা তো সবে শুরু৷ নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করুন৷ এই কংগ্রেস আরজেডির লোকেরা একে অপরের চুল ছিড়বে৷’’
