নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। নয়ডার সেক্টর ১০৮ এলাকার একটি নর্দমায় দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল‍্য দেশজুড়ে।

নর্দমা থেকে উদ্ধার মহিলার মাথাহীন, নগ্ন দেহ! হাতের তালু কাটা? নয়ডায় শিহরণ জাগানো ঘটনা
নর্দমা থেকে উদ্ধার মহিলার মাথাহীন, নগ্ন দেহ! হাতের তালু কাটা? নয়ডায় শিহরণ জাগানো ঘটনা
নয়ডা: নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। নয়ডার সেক্টর ১০৮ এলাকার একটি নর্দমায় দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল‍্য দেশজুড়ে। পাশাপাশি রিপোর্টে দাবি, মহিলার দুটি হাতের তালুও কাটা ছিল।
সূত্রের খবর অনুযায়ী, মহিলার পরিচয় সম্বন্ধে এখনও কিছুই জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয় নি। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে মহিলাকে। ইতিমধ‍্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকেও ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ৷ তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ভিডিওগুলি স্ক্যান করা হয়েছে৷
advertisement
অন্যদিকে একটি পৃথক ঘটনায় সোমবার গৌতম বুদ্ধ নগর জেলার সেক্টর ৬৩ এলাকার ছোটপুর কলোনিতে তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস শ্বাস নেওয়ার পরে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement