Bihar Assembly Election: লালুর মুখে বামঘেঁষা বিখ্যাত নেতার থিওরি! ‘গরম তাওয়ায় রুটি ওল্টানো জরুরি..,’ ভোট দিয়েই দিলেন ছবি

Last Updated:

২০০৫ সাল থেকে শুরু হয়েছে৷ এখন ২০২৫৷ সেই কথা তুলে সরাসরি সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন লালু৷ লালুপ্রসাদের মন্তব্য, ‘২০ বছর অনেক হল! এখন তরুণ সরকার এবং নতুন বিহারের জন্য তেজস্বীর সরকার অত্যন্ত প্রয়োজন৷’

News18
News18
পটনা: বিহার বিধানসভা নির্বাচনে আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন৷ এই পর্বেই নির্ধারিত হচ্ছে তাঁর ছেলে তেজস্বী যাদবের ভোটভাগ্য৷ এদিন সকাল সকালই সপরিবার ভোট দেন তিনি৷ ভোট পরবর্তী ছবি পোস্ট করে নিজস্ব ঢঙে বার্তাও দিতে দেখা যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে৷
advertisement
সোশ্যাল মিডিয়ার পোস্টে লালুপ্রসাদ লিখেছেন, ‘তাওয়ায় রুটি শেঁকার সময় পাল্টাতে থাকতে হয়, নাহলে রুটি পুড়ে যায়৷’
advertisement
advertisement
২০০৫ সাল থেকে শুরু হয়েছে৷ এখন ২০২৫৷ সেই কথা তুলে সরাসরি সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন লালুলালুপ্রসাদের মন্তব্য, ‘২০ বছর অনেক হল! এখন তরুণ সরকার এবং নতুন বিহারের জন্য তেজস্বীর সরকার অত্যন্ত প্রয়োজন৷’
advertisement
এই পোস্টের সঙ্গে তাঁর নিজের, স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বীর ভোটদান পরবর্তী ছবিও পোস্ট করেছেন তিনি৷
রাজনীতির কারবারিরা অবশ্য বলছেন, লালুর এই মন্তব্য লালুর নিজের নয়৷ প্রখ্যাত সমাজবাদী নেতা ড. রাম মনোহর লোহিয়ার ‘রুটি ওল্টানোরথিওরি উল্লেখ করেছেন লালু৷ ড. রাম মনোহর লোহিয়ার ‘রুটি পাল্টানোথিওরি বলে সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিকাঠামো বাঁচিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অত্যন্ত জরুরি৷ তাঁর যুক্তি ছিল, ‘রুটি একদিকে সেঁকলে রুটির একদিক পুড়ে যায়অন্যদিক কাঁচা থাকে৷ ক্ষমতার পরিবর্তন সাধারণ মানুষ, বিশেষ করে সমাজের নিচু শ্রেণির মানুষের উন্নয়নকেই ত্বরান্বিত করে৷
advertisement
লালুপ্রসাদ এনডিএ-র দীর্ঘ শাসনকাল এবং তরুণ সরকার গঠনের আবেদন জানিয়ে সেই একই থিওরির উল্লেখ করেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election: লালুর মুখে বামঘেঁষা বিখ্যাত নেতার থিওরি! ‘গরম তাওয়ায় রুটি ওল্টানো জরুরি..,’ ভোট দিয়েই দিলেন ছবি
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement