Rahul Gandhi: রাহুলের ভোটচুরির অভিযোগে সামনে ব্রাজিলীয় মডেলের ছবি, ‘এটা কী পাগলামো..,’ অবশেষে এল প্রতিক্রিয়া

Last Updated:

ওই মহিলা জানিয়েছেন, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে৷ তিনি বলেন, ‘‘একজন রিপোর্টার আমাকে ফোন করেছিল, আমার স্যালঁ, আমার কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিতে চাইছিল৷ আমি উত্তর দিইনি৷ উনি আমায় ইনস্টাগ্রামে খুঁজে পান৷’’

News18
News18
নয়াদিল্লি: গত বুধবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো নথিপত্রের স্তূপ সামনে রেখে ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো করে হরিয়ানা নির্বাচনে ভোটচুরির অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ দাবি করেছিলেন, ২০২৪ সালে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে কেন্দ্রীয় ভাবে সিস্টেম্যাটিক ভোটচুরি করা হয়৷ অন্যতম উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছিল এক ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি৷ যে ছবি ব্যবহার করে ১০ ভিন্ন বুথ থেকে ভোট ২২ বার ভোট দেওয়া হয়েছে৷ কখনও তার নাম হয়েছে সুইটি, কখনও সীমা, কখনও বা সরস্বতী৷
advertisement
এহেন অভিযোগ সামনে আসার পরেই বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ওই মডেল৷ গোটা বিষয়টি ঘিরেই যারপরনাই অবাক হয়েছেন তিনি৷
advertisement
রাহুল গান্ধির ভিডিয়োয় যে ব্রাজিলীয় মডেলের ছবি দেখানো হয়েছে, তাঁর নাম ল্যারিসা নেরি৷ বর্তমানে তাঁর ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই মডেল জানিয়েছেন, পেশায় তিনি হেয়ারড্রেসার৷ ওই ছবিটি তিনি ৮বছর আগে তুলেছিলেন৷ সেই সময় তাঁর বয়স ছিল বছর কুড়ি৷
advertisement
পতুর্গিজ ভাষায় বলা একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বন্ধুরা, ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে৷ আমার তখন ১৮-২০ বছর বয়স ছিল৷ আমি জানি না, এটা মনে হয় ভারতের কোনও নির্বাচন, বা ভোটের ব্যপার স্যাপারআমায় ওরা ভারতীয় হিসাবে দেখিয়েছে, সম্ভবত কোনও জালিয়াতি হয়েছে৷ কী অদ্ভুত পাগলামো, অদ্ভুতুড়ে ব্যাপার, আমরা কোন বিশ্বে বাস করি?’’
advertisement
ওই মহিলা জানিয়েছেন, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে৷ তিনি বলেন, ‘‘একজন রিপোর্টার আমাকে ফোন করেছিল, আমার স্যালঁ, আমার কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিতে চাইছিল৷ আমি উত্তর দিইনি৷ উনি আমায় ইনস্টাগ্রামে খুঁজে পান৷’’
advertisement
এরমধ্যে ওই ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত একটি ভোটার কার্ডের ভোটারের সঙ্গে যোগাযোগ করেছিল CNN-News18পিঙ্কি জুগিন্দার কৌশিক নামে ওই মহিলার নাম সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছিলেন রাহুল৷ সেই পিঙ্কির সঙ্গে কথা বলে CNN-News18 জানতে পারে, ‘‘হ্যাঁ, আমিই আমার ভোট দিতে গিয়েছিলাম গ্রামের স্কুলে৷ নাম ঠিক ছিল৷ কিন্তু আমার ছবি ভুল ছিল৷ ওরা অন্য কার ছবি দিয়ে দিয়েছিল৷ যাই হোক, আমি ভোট দিয়েছিআমায় কেউ ভোট দিতে জোর দেয়নি৷ আমি স্লিপদেখিয়ে ভোট দিয়েছি৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: রাহুলের ভোটচুরির অভিযোগে সামনে ব্রাজিলীয় মডেলের ছবি, ‘এটা কী পাগলামো..,’ অবশেষে এল প্রতিক্রিয়া
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement