BJP on Rahul Gandhi: ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির

Last Updated:

প্রসঙ্গত, রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে বুধবার দাবি করেছেন, ‘‘প্রতিটি সমীক্ষা ৫২-৬২ টা আসনে কংগ্রেসের জয়লাভের কথা জানিয়েছিল৷ কিন্তু, ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো৷’’

News18
News18
নয়াদিল্লি: রাজধানীতে সাংবাদিক বৈঠক করে নথিপত্র দেখিয়ে গত হরিয়ানা নির্বাচনে ব্যাপক ভোটচুরির অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ রাহুলের এহেন রাজনৈতিক ‘হাইড্রোজেন বোমা’র বিরুদ্ধে এবার প্রতিক্রিয়া জানাল বিজেপি৷ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করলেন, রাহুলের এহেন দাবি আদতে বিহার নির্বাচন থেকে দৃষ্টি সরানোর একটা চেষ্টা মাত্র৷
একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু দাবি করেছেন, ‘‘নিজেদের ব্যর্থতা ঢাকতেই এইসব করছেন ওঁরা৷ তাঁদের আসন্ন পরাজয়ের আগে অজুহাত তৈরি করছে কংগ্রেস৷’’পাশাপাশি, তিনি জানান, আমরা বুথ ফেরত সমীক্ষাকে কখনওই অস্বীকার করি না৷ কিন্তু, ওঁরা (কংগ্রেস) মানুষের রায়কে স্বীকার করতে পারে না৷’’
advertisement
advertisement
প্রসঙ্গত, রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে বুধবার দাবি করেছেন, ‘‘প্রতিটি সমীক্ষা ৫২-৬২ টা আসনে কংগ্রেসের জয়লাভের কথা জানিয়েছিল৷ কিন্তু, ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো৷’’
কিরেন রিজিজু বলেন, ‘‘রাহুল গান্ধি নিজের ব্যর্থতা ঢাকতে সাংবাদিক বৈঠক করেছেন৷ (আগামিকাল) বিহারে নির্বাচন৷ আর তিনি হরিয়ানার কথা শেয়ার করছেন৷ এটা প্রমাণ করে বিহারে কংগ্রেসের আর কিছু করার নেই এবং তাই চোখ সরাতে হরিয়ানার কথা তোলা হচ্ছে৷’’
advertisement
রাহুল গান্ধিকে রিজিজুর পরামর্শ, ‘‘আমি ওঁকে পরামর্শ দেব, বিরোধী দলনেতা হিসাবে এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয়ে মন না দিয়ে গুরুতর বিষয়ে মন দিন৷’’
রাহুল গান্ধির সাংবাদিক বৈঠকের পরে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিকে “বিহারে আসন্ন শোচনীয় পরাজয় থেকে নিজের মাথা বাঁচানোর একটি চক্রান্ত” বলে অভিহিত করেছেন।
advertisement
২০২৪ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনের তথ্য তুলে ধরে বিরাট মাপে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে ধরেছেন রাহুল গান্ধি৷ সেখানে রাহুল দেখিয়েছেন, এক ব্রাজিলীয় মডেল ১০টি ভিন্ন বুথ থেকে ২২ বার ভোট দিয়েছে হরিয়ানায়৷
এছাড়া, পোস্টাল ব্যালটে তীব্র কারচুপি এবং ভুয়ো ভোট হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে থাকা অন্যতম কারিগর বলে দাবি করেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP on Rahul Gandhi: ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement