পুরীর মন্দিরে ভিডিও তোলা নিষিদ্ধ। তার পরেও নিরাপত্তা ফাঁক গলিয়ে ওই ইউটিউবার ভিডিও করে ইউটিউবে তা আপলোড করে দেয়। ইতিমধ্যে তার গ্রেফতারের দাবি উঠেছে পুরীতে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ডিএসপি পদমর্যদার এক অফিসার ঘটনার তদন্ত শুরু করেছে। পুরীর একটি সংগঠন ভয়েস অফ কমন ম্যান ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, পুরীর মন্দিরের উপরে নো ফ্লাই জোন ঘোষণা করা উচিত। কারণ এটা মন্দিরের পাশাপাশি একটি হেরিটেজ সাইটও।
advertisement
পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত বিনায়ক দাসমহাপাত্র নামে এক ব্যক্তির অভিযোগ, "সরকারের এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কারণ, এবার বিষয়টি মোটেও সহজ অবস্থায় নেই। এটা এখন জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষেরও বিষয়টি নিয়ে ভাবা উচিত। যারা এসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।"
পুরীতে সমাজকর্মী বলে পরিচিত হেক্টর মিশ্রের দাবি, "বারবার এমন ঘটনা সামনে আসছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হচ্ছে। পুলিশ চুপ করে বসে আছে। আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কড়া কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশ যতক্ষণ না কড়া ভূমিকায় থাকবে, ততক্ষণ এমন ঘটনা হতে থাকবে।"
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক হবে? দিল্লি যাওয়ার আগে যা জানালেন মুখ্যমন্ত্রী
তবে বিতর্কের মাঝে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই ইউটিউবার। তিনি জানিয়েছে, "ভুল করে এই ভিডিও করে ফেলেছেন। ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও সরিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে আমি পুরীর বাসিন্দা এবং জগন্নাথ মন্দিরের সকলের কাছে ক্ষমা চাইছি।"
অভিযোগ, ওই যুবক মন্দিরের ভিডিওটি ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল। তখনই বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে।