গত মঙ্গলবার মুম্বইয়ে একটি বৈঠক করেন ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions (UFBU) এবং Indian Banks' Association (IBA)-র সদস্যেরা। সেই বৈঠকে ব্যাঙ্কে ৫ কর্মদিবসের সপ্তাহ ঘোষণা করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ঠিক হয়, এবার এই প্রস্তাবটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পাঠানো হবে।
বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্ককর্মী ইউনিয়নের প্রস্তাবনায় বলা হয়েছে, এবার সেই সঙ্গে আরও দুটি শনিবারও ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। অর্থাৎ, এর পর থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক।
advertisement
আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, মার্চ পয়লাতে বড়সড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
তবে বাড়তি ২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার পরিবর্তে প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত সময় ব্যাঙ্ক খোলা রাখার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকলেও প্রতিদিন সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলবে। আর্থিক লেনদেন হবে সকাল ১০ টা থেকে ৪ টে পর্যন্ত। অন্যান্য গ্রাহক পরিষেবার সময়ও আরও আধঘণ্টা করে বাড়ানো হবে।
ব্যাঙ্ককর্মীদের অ্যাসোসিয়েশনগুলির এই প্রস্তাবে অর্থমন্ত্রক সিলমোহর লাগালেই কার্যকর হবে নিয়ম।