TRENDING:

Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

Last Updated:

তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সালটা ২০২১, দুর্ঘটনাবশত ভারতে ঢুকে পড়েছিল এক শিশু, তার পর টানা তিন বছর আটকে ছিল ভারতে। অবশেষে অসমের দক্ষিণ সালমারা মানকাচর জেলার প্রশাসনের সাহায্যে দেশে ফিরল সেই শিশু। তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।
advertisement

আরও খবর: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

ভারতে প্রবেশের পরে ২০২১ সালে ভারতে প্রবেশ করার পরে শিশুটিকে আটক করে মানকাচর পুলিশ। তার পর সেই থানা ৮৯২/২০২১ কেস নম্বর দিয়ে  মামলা রুজু করে। তার পরে অসমের বোকো চায়েল্ড প্রোটেকশন সেলের তত্ত্বাবধানে রাখা হয়। তার পর দক্ষিণ সালমারা মানিকচর জেলার লিগাল সার্ভিস অথারিটির সাহায্য়ে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।

advertisement

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শুক্রবার অসম পুলিশ এবং মেঘালয় পুলিশের সাহায্য়ে শিশুটিকে বাংলাদেশের বর্ডার গার্ড অফ পুলিশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। তিন বছর পরে আইনি জটিলতা পেরিয়ে শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবার। তারা পুলিশ, লিগাল সার্ভিস অথারিটি এবং বিএসএফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল