TRENDING:

Assembly Election Result 2023: পিছিয়ে গেল মিজোরামের ভোটগণনার তারিখ! বিজ্ঞপ্তিতে কী জানাল নির্বাচন কমিশন

Last Updated:

Mizoram Election Result 2023: নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন কমিশনের কাছে গণনার তারিখ পরিবর্তন করার জন্য আবেদন করা হচ্ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: মিজোরামের বিধানসভার নির্বাচনের ভোট গণনার তারিখ পরিবর্তন করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। কমিশন জানিয়েছে, ভোট গণনার তারিখ ৩রা ডিসেম্বরের বদসে ৪ঠা ডিসেম্বর হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন কমিশনের কাছে গণনার তারিখ পরিবর্তন করার জন্য আবেদন করা হচ্ছিল।
পিছিয়ে গেল মিজোরামে ভোটগণনার তারিখ!
পিছিয়ে গেল মিজোরামে ভোটগণনার তারিখ!
advertisement

Assembly Elections Result (বিধানসভা নির্বাচনের ফলাফল) 2023 LIVE Updates

মিজোরামের বিভিন্ন সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলিও সম্প্রতি এমন দাবি করছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই মিজোরামে ভোটগণনার তারিখ পরিবর্তন করল নির্বাচন কমিশন। তবে মিজোরামে ভোট গণনার তারিখে পরিবর্তন হলেও বাকি ৪ রাজ্যে ভোটগণনার তারিখে কোনও পরিবর্তন হবে না। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানাতে আগামী ৩ তারিখ ভোটগণনা হতে চলেছে। এই গণনায় কোনও পরিবর্তন আনা হয়নি।

advertisement

আরও পড়ুন, শাসক-বিরোধী দলের ধর্না, প্রতিবাদের জের! এবার বিধানসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা স্পিকারের

আরও পড়ুন, ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

মিজোরামে মোট ভোটার সংখ্যা ৮.৫৭ লাখেরও বেশি। এবারের মোট প্রার্থীর সংখ্যা ১৭৪। মোট মহিলা প্রার্থীর সংখ্যা ১৮ জন।ভোট হচ্ছে মিজোরামেও। ভোটের আগে মায়ানমারের সঙ্গে ৫১০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সিল করে দেওয়া হয়েছিল। এছাড়াও অসমের তিনটি জেলা, মণিপুরের দুটি জেলা এবং ত্রিপুরার একটি জেলার সঙ্গে আন্তঃরাজ্য সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছিল।

advertisement

নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, নির্বাচনের জন্য কমপক্ষে ৩,০০০ পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৫,৪০০ কর্মী মোতায়েন করা হয়েছিল। নির্বাচনে ১৮ জন মহিলা-সহ মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল। ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস ৪০ টি আসনে প্রার্থী দিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Result 2023: পিছিয়ে গেল মিজোরামের ভোটগণনার তারিখ! বিজ্ঞপ্তিতে কী জানাল নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল