Assembly: শাসক-বিরোধী দলের ধর্না, প্রতিবাদের জের! এবার বিধানসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা স্পিকারের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
আম্বেদকর মূর্তিতে অধ্যক্ষের অনুমতি ছাড়া কেউই বসতে পারবেন না।
কলকাতা: বিধানসভা চত্বরে প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে স্পিকার জানিয়ে দেন এ বার থেকে বিধানসভা চত্বরে কোনও রকম প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ করা যাবে না। একমাত্র অধ্যক্ষ যদি কোনও কর্মসূচি করার অনুমতি দেন, তা হলে তা করা যাবে বলে জানিয়ে দিয়েছেন বিমান।
বিধানসভা চত্বরে অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মসূচি করা যাবে না।
অধিবেশন শেষের পরে বিধায়করা থাকলে অনুমতি নিতে হবে অধ্যক্ষের
advertisement
লবি থেকে গাড়ি বারান্দা সর্বত্র থাকবে এই নিয়ম।
লবিতেও বন্ধ বিক্ষোভ।
আম্বেদকর মূর্তিতে অধ্যক্ষের অনুমতি ছাড়া কেউই বসতে পারবেন না।
advertisement
বৃহস্পতিবার দুপুরে বিজেপি বিধায়কেরা গঙ্গাজল নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ ধুয়ে দেন। তাঁদের দাবি, তিন দিন ধরে ধর্না দিয়ে ওই জায়গাটিকে অপবিত্র করেছিল তৃণমূল, তাই তাঁরা গঙ্গাজল দিয়ে ধুয়ে পবিত্র করেছেন।
গত বুধবার দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়ায় বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 3:22 PM IST








